shono
Advertisement

ক্রুণাল পাণ্ডিয়ার পর Corona আক্রান্ত টিম ইন্ডিয়ার আরও ২ ক্রিকেটার, বাড়ছে উদ্বেগ

ক্রুণালের সংস্পর্শে আসা আট ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের মধ্যেই ছিলেন এঁরা।
Posted: 01:46 PM Jul 30, 2021Updated: 02:32 PM Jul 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় শিবিরে (Team India) আরও গভীর হল চিন্তার ভাঁজ। ক্রুণাল পাণ্ডিয়ার পর করোনা আক্রান্ত টিম ইন্ডিয়ার আরও দুই ক্রিকেটার। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং কৃষ্ণাপ্পা গৌথম (Krishnappa Gowtham)। বিসিসিআইয়ের তরফে এমনই খবর।

Advertisement

গত মঙ্গলবার জানা গিয়েছিল, মারণ ভাইরাস (Corona Virus) থাবা বসিয়েছে ক্রুণালের শরীরে। যার জেরে স্থগিত হয়ে গিয়েছিল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ক্রুণালের সংস্পর্শে আসা আট ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদেরকে বাদ দিয়েই পরের দিন, বুধবার হয় দ্বিতীয় টি-টোয়েন্টি। আর এবার জানা গেল, ক্রুণালের সংস্পর্শে আসা ওই আটজনের মধ্যেই ছিলেন চাহাল ও গৌথম। তাঁরাই এবার করোনা সংক্রমিত। এছাড়াও ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীপক চাহার, মণীশ পাণ্ডে এবং ইষাণ কিষান।

[আরও পড়ুন: ‘সোনা জেতাই একমাত্র লক্ষ্য’, পদক নিশ্চিত করে হুঙ্কার Lovlina’র, উৎসব বক্সারের গ্রামে]

একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ক্রুণালের (Krunal Pandya) সঙ্গে আপাতত শ্রীলঙ্কাতেই নিভৃতবাসে থাকতে হবে ওই ক্রিকেটারদেরও। ক্রুণালের পাশাপাশি চাহাল ও গৌথমকে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাকিরা থাকবেন এক সপ্তাহ। এর মধ্যে আবার ইংল্যান্ড সিরিজের জন্য ব্রিটেনে যাওয়ার ডাক পেয়েছিলেন পৃথ্বী ও সূর্যকুমার। কিন্তু তাঁদের খেলা নিয়েও তৈরি হয়ে গিয়েছে অনিশ্চয়তা। কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর কোভিড টেস্ট নেগেটিভ এলেই আইসোলেশনে থাকা ক্রিকেটাররা দেশে ফিরতে পারবেন। তবে দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় কলম্বো থেকে বৃহস্পতিবারই দেশে ফিরেছেন তাঁরা। 

সেপ্টেম্বর থেকে আবার আইপিএলে মাঠে নামতে হবে এই ক্রিকেটারদের। যদিও তার আগে সুস্থ হয়ে অনুশীলনে ফেরার জন্য অনেকটাই সময় পাবেন তাঁরা। তবে আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে বিরাট কোহলিদের (Virat Kohli)। শ্রীলঙ্কা সফরে গিয়ে যেভাবে করোনার দাপট দেখতে হল ভারতীয় দলকে, তাতে কোহলিদের নিয়ে নিঃসন্দেহে চিন্তায় ভারতীয় বোর্ড (BCCI)। নিরাপদে সিরিজ আয়োজনও এখন বড় চ্যালেঞ্জ ইংল্যান্ড বোর্ডের কাছে।

[আরও পড়ুন: ‘ম্যাচ শুরুর এক মিনিট আগে বদলাতে হয়েছে পোশাক’, Olympics-এ হেরে বিস্ফোরক Mary Kom]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement