shono
Advertisement

ফিল্ডিংয়ের সময় নিয়ম ভেঙে বিপাকে পাক অধিনায়ক বাবর, ৫ রান উপহার পেল প্রতিপক্ষ

ক্রিকেটের কোন নিয়ম ভাঙলেন বাবর?
Posted: 11:21 AM Jun 11, 2022Updated: 11:22 AM Jun 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ছেন বাবর আজম। দেশের জার্সিতে উজ্জ্বল করলেন পাকিস্তান ক্রিকেটের মুখ। সেই বাবর আজমই কিনা ফিল্ডিং করতে গিয়ে নিয়ম ভেঙে বিপাকে ফেললেন নিজের দলকে। তাঁর ভুলের জন্য পেনাল্টি হিসেবে ৫টি রান যুক্ত হল প্রতিপক্ষের স্কোরবোর্ডে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। শুক্রবার ছিল দ্বিতীয় ম্যাচ। সেখানেই ঘটে এমন অদ্ভুত ঘটনা। ২৭৬ রান তাড়া করতে নামে ক্যারিবিয়ানরা। ২৯ তম ওভারে দেখা যায়, উইকেটের পিছনে দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় হাতে উইকেটকিপারের গ্লাভস পরে বলটি ধরছেন অধিনায়ক বাবর (Babar Azam)। আর এতেই যাবতীয় গন্ডগোল। ক্রিকেটের ২৮.১-এর নিয়ম অনুযায়ী, ফিল্ডিংয়ের সময় উইকেটকিপার ছাড়া অন্য কোনও ফিল্ডারের গ্লাভস এবং এক্সটার্নাল লেগ গার্ড করার অনুমতি নেই। হাত ঢাকার প্রয়োজন বোধ করলে শুধুমাত্র আম্পায়ারের অনুমতি নিয়েই তা পরা যেতে পারে। কিন্তু এই নিয়ম জানা সত্ত্বেও ডান হাতে উইকেটকিপারের গ্লাভস গলিয়ে বল ধরেন বাবর। আর সেই কারণেই শাস্তির কবলে পড়তে হল তাঁর দলকে।

[আরও পড়ুন: জেলে রাত কাটিয়ে গালাগাল ভুললেন রোদ্দুর রায়!]

পাক অধিনায়কের ভুলের কারণে পাঁচটি রান যোগ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে। তবে দিনের শেষে স্বস্তি একটাই। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে ১২০ রানে ক্যারিবিয়ানদের হারিয়ে দেয় পাকিস্তান। ৩৪ ওভারের মধ্যেই ১৫৫ রানে গুটিয়ে যায় তারা। ১৯ রানে ৪ উইকেট তুলে নেন মহম্মদ নওয়াজ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল পাক দল।

তবে দলকে সাময়িক বিপাকে ফেললেও এই ম্যাচে বিরল রেকর্ডেরও মালিক হয়েছেন বাবর। ব্যাট হাতে ৭৭ রান করেন তারকা ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে পরপর ন’টি পঞ্চাশের বেশি ইনিংস খেললেন তিনি। যা কোনও ব্যাটারের পক্ষে সর্বোচ্চ। সিরিজ জিতে গেলেও অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য পাকিস্তানের।

[আরও পড়ুন: ‘হজরত মহম্মদ আজ বেঁচে থাকলে…’, দেশজুড়ে বিক্ষোভের মাঝেই মুখ খুললেন তসলিমা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement