shono
Advertisement

আইপিএলের সেরা ৫ তরুণদের মধ্যে গিল বাদ কেন? ভাজ্জির প্রশ্নের জবাব দিলেন সৌরভ

আইপিএলে নজর কাড়তে পারেন এমন ৫ ক্রিকেটারের নাম বলেন সৌরভ।
Posted: 01:53 PM Feb 26, 2023Updated: 01:53 PM Feb 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL) নজরকাড়া পারফরম্যান্স করে তারকা হয়ে উঠেছেন একাধিক তরুণ ক্রিকেটার। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছেন ১৫তম আইপিএল। এবারের টুর্নামেন্টে কারা দুরন্ত পারফর্ম করবেন, সেই নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু তাঁর তালিকা থেকে বাদ পড়লেন ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার। ক্যাপ্টেনের এই ভুল ধরিয়ে দিলেন হরভজন সিং (Harbhajan Singh)। সতীর্থের কথা শুনে নিজেকে শুধরেও নেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।

Advertisement

একটি অনুষ্ঠানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভকে জিজ্ঞাসা করা হয়, আগামী আইপিএলে কোন ক্রিকেটাররা তারকা হয়ে উঠতে পারেন? জবাবে পাঁচ জনের নাম করেন সৌরভ। তার মধ্যে দুই ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের হয়েইআইপিএল খেলেন। তাঁরা হলেন পৃথ্বী শ (Prithvi Shaw) ও ঋষভ পন্থ। যদিও গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবারের আইপিএল খেলা হবে না পন্থের (Rishabh Pant)। তবুও সৌরভের মতে, ইতিমধ্যেই ক্রিকেটদুনিয়ায় প্রভাব ফেলেছে পন্থ। আগামী দিনের তারকা হয়ে উঠবেন উইকেটকিপার-ব্যাটার। পৃথ্বীর মধ্যেও প্রতিভা রয়েছে।

[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদবকেও (Surya Kumar Yadav) সেরার তালিকায় রাখছেন সৌরভ। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসের ওপেনিং ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যেও তারকা হয়ে ওঠার মশলা রয়েছে বলে মনে করেন তিনি। নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করা উমরান মালিকও (Umran Malik) রয়েছেন সৌরভের তারকার তালিকায়।

সৌরভের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরভজন সিংও। এই পাঁচ নাম শোনার পরেই তিনি বলেন, একজনের নাম বোধহয় ভুলে গিয়েছেন সৌরভ। প্রাক্তন অফস্পিনার বলেন, “দাদা, শুভমন গিলের বিষয়ে কী মনে হয় তোমার?” প্রসঙ্গত, সীমিত ওভারের ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন গিল। এই কথা মনে পড়তেই নিজের ভুল শুধরে নেন সৌরভ। তিনি বলেন, “হ্যাঁ,ওর নামটা ভুলেই গিয়েছিলাম। মনে হয় সেরা পাঁচের মধ্যেই আসবে গিলের নাম। তবে সকলের উপরে থাকবে সূর্যই। তারপর বাকিদের নাম আসবে।”

[আরও পড়ুন: ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু! ঝাড়খণ্ডে ৪ হাজার হাঁস-মুরগি নিধনের নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement