নিজেকে বিপন্ন করে খুদে বল বয়কে বাঁচালেন রোভম্যান পাওয়েল, রইল ভিডিও

09:15 PM Mar 27, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ধরনের বিপদ ঘটতেই পারত। কিন্তু নিজেকে বিপন্ন করে জামাইকান রোভম্যান পাওয়েল (Rovman Powell) বাঁচালেন দুই খুদে বলবয়কে। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa) টি-টোয়েন্টি ম্যাচে এমনই ঘটনা ঘটল।

Advertisement

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ৫ উইকেটে ২৫৮ রান। জনসন চার্লস ৪৬ বলে ১১৮ রান করেন। কাইল মেয়ার্স ২৭ বলে চটজলদি ৫১ রান করেন। শেষের দিকে রোভম্যান পাওয়েল স্বয়ং ১৯ বলে ২৮ এবং রোমারিও শেফার্ড ১৮ বলে ৪১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি কক মাত্র ৪৪ বলে ১০০ রান করেন। রিজা হেনড্রিকস ২৮ বলে ৬৮ রান করেন।

Advertising
Advertising

[আরও পড়ুন: ‘বাঙালি ও পাঠানরা বিশ্বজয় করতে পারে, ওদের রক্তের তেজ এমনই’, বলছেন শোয়েব]

 

২.৫ ওভারের ঘটনা। ক্যারিবিয়ান বোলার আকিল হোসেনের বল কুইন্টন ডি কক লং অফ বাউন্ডারিতে পাঠান। রোভম্যান পাওয়েল বলের পিছনে ধাওয়া করেন। এদিকে বাউন্ডারি লাইনের পাশে বসে ছিলেন দুই খুদে বল বয়। দুরন্ত গতিতে ধাবমান রোমভ্যান পাওয়েলের সঙ্গে প্রায় ধাক্কা লেগে যাওয়ার উপক্রম হয় সেই দুই বল বয়ের। এই সময়েই উপস্থিত বুদ্ধির পরিচয় দেন বিশালদেহী রোভম্যান পাওয়েল। 

 

ওই দুই বল বয়কে বাঁচাতে গিয়ে নিজেকেই প্রায় বিপন্ন করেন। কোনওরকমে ওই দুই বল বয়কে বাঁচিয়ে বিজ্ঞাপনী বোর্ডে নিজেই প্রায় ধাক্কা খাচ্ছিলেন পাওয়েল। বড় সড় চোটআঘাতের মুখোমুখি হতে পারতেন পাওয়েল স্বয়ং। আর ওই দুই বল বয়কে ধাক্কা মারলেও ভয়ংকর দুর্ঘটনা ঘটতেই পারত। এমন ভয়াবহ দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। খেলাও বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। দক্ষিণ আফ্রিকা অবশ্য ম্যাচটা জিতে নেয় ৭ বল বাকি থাকতে। রোভম্যান পাওয়েল চোট পেলে আইপিএলে বড় সড় ধাক্কা খেত দিল্লি ক্যাপিটালস। 

[আরও পড়ুন: ইন্দোরের পিচকে ‘পুওর’ আখ্যা দিয়েছিল আইসিসি, ভারতীয় বোর্ডের আবেদনে বদলাল সিদ্ধান্ত]

 

Advertisement
Next