shono
Advertisement

ভুল সিদ্ধান্তের জেরে আম্পায়ারকে ব্যাট উঁচিয়ে তাড়া! সানরাইজার্স তারকাকে বড় শাস্তি বোর্ডের

শাস্তির মুখে পড়তে হয়েছে লখনউয়ের এক তারকা বোলারকেও।
Posted: 11:08 AM May 14, 2023Updated: 11:08 AM May 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2023) শনিবারের সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ যেন বিতর্কের কেন্দ্রে ছিল। একদিকে গৌতম গম্ভীরকে দেখামাত্রই দর্শকদের ‘কোহলি-কোহলি’ চিৎকার নিয়ে যখন জলঘোলা হচ্ছে, তেমনি খেলা চলাকালীন আম্পায়ারকে ব্যাট উঁচিয়ে তেড়ে যাচ্ছেন তারকা ক্রিকেটার। যার জেরে আবার তাঁকে শাস্তিও পেতে হল।

Advertisement

শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে (Sunriser Hydrabad) ৭ উইকেটে হারিয়ে নিজেদের আশা জিইয়ে রেখেছে লখনউ। ওই ম্যাচে দুটি কাণ্ড ঘটেছে। এক, গম্ভীরকে যখনই বড় স্ক্রিনে দেখানো হয়েছে, দর্শকরা কোহলির নামে জয়ধ্বনি দিয়েছেন। দুই হায়দরাবাদের ইনিংস চলাকালীন থার্ড আম্পায়ার একটি বিশ্রী নো বল বাতিল করেছেন। ম্যাচের ১৯তম ওভারে আবেশ খান আবদুল সামাদের কোমরের উপরে একটি বল করে বসেন। আম্পায়ার সেটি নো বল দেন। সিদ্ধান্তে সন্তুষ্ট না হওয়ায় লখনউ রিভিউ করে। রিপ্লে-তে স্পষ্ট দেখা যায় বল কোমরের অনেকটা উপর দিয়ে যাচ্ছে। তাও সেই নো বল বাতিল করে দেন আম্পায়ার।\

থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যেই চলে আসে হেনরিখ ক্লাসেনের ক্ষোভ। দেখা যায় মাঠের আম্পায়ারদের দিকে তেড়ে যাচ্ছেন তিনি। পরে সাক্ষাৎকারের সময়ও তিনি আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। বলে দেন, আম্পায়ারদের আরও ধারাবাহিক হতে হবে। দর্শকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। প্রকাশ্যে এভাবে আম্পায়ারের সমালোচনা করায় ক্লাসানকে বোর্ডের শাস্তির মুখে পড়তে হয়েছে। তাঁর ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নিয়েছে বিসিসিআই (BCCI)।

এদিন শাস্তির মুখে পড়তে হয়েছে লখনউয়ের তারকা বোলার অমিত মিশ্রকেও। আসলে নবম ওভারে অখ্যাত আনমোলপ্রীত সিং অমিত মিশ্রকে (Amit Mishra) ছক্কা হাঁকিয়ে দেন। পরেই অবশ্য আনমোলকে আউট করে দেন মিশ্রাজি। আউট করার পর আবার তরুণ ব্যাটারের দিকে অঙ্গভঙ্গিও করেন তিনি। যার জেরে তাঁকে সতর্ক করেছে বিসিসিআই। জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের নিয়ম ভেঙেছেন তিনি। এরপর হলে আরও বড় শাস্তি পেতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement