shono
Advertisement

Kuldeep Yadav: অজিদের বিরুদ্ধে দুটি ম্যাচে কেন নেই এশিয়ার সেরা কুলদীপ? রোহিতের চমকে দেওয়া মন্তব্য!

কুলদীপের নজরে শুধুই বিশ্বকাপ।
Posted: 09:40 AM Sep 19, 2023Updated: 03:37 PM Sep 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই ভেবেই নিয়েছিল অস্ত্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিন ম্যাজিক দেখা যাবে। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে নামার আগে দারুণ অনুশীলন পাবেন টিম ইন্ডিয়ার (Team India) রিস্ট স্পিনার। কিন্তু কোথায় কি! প্যাট কামিন্সদের (Pat Cummins) বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে নেই কুলদীপ! কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট। সেটা স্পষ্ট জানিয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Advertisement

১৫ জনের দল গঠনের পর রোহিত বলেন, “কুলদীপ দারুণ ছন্দে আছে। তবুও ওকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটি ম্যাচেই সুযোগ দেওয়া হবে। অজিত আগরকারের সঙ্গে অনেক আলোচনা করার পরেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। আসলে এশিয়া কাপে অনেকেই সুযোগ পায়নি। যদিও সেই ক্রিকেটাররা কিন্তু বিশ্বকাপের দলে আছে। তাদের তো সুযোগ দিতে হবে। তাই কুলদীপকে বিশ্রাম দেওয়া হল।”

[আরও পড়ুন: বিশ্বকাপে কুলদীপের ভয়ে কেঁপে যাবে বিপক্ষ! আগাম সতর্ক করে দিলেন ছোটবেলার কোচ]

অবশ্য কুলদীপকে বিশ্রাম দেওয়ার বিষয়ে আরও একটি তথ্য উঠে এল। সেটাও জানালেন রোহিত। তিনি ফের বলেন, “আসলে বিশ্বকাপের আগে আমরা কুলদীপকে এক্সপোজ করতে চাই না। এর পিছনে অনেক কারণ আছে। সেটা বিশ্বকাপ শুরু হলেই বুঝতে পারবেন।”

দারুণ পারফরম্যান্সের সুবাদে কয়েক ঘন্টা আগেই ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন কুলদীপ। এরমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে নিয়েছিলেন ২৫ রানে ৫ উইকেট। তবে এখানেই থেমে থাকেননি কয়েক বছর আগে ভারতীয় দলে ব্রাত্য হয়ে যাওয়া এই বাঁহাতি স্পিনার। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে তাঁর ঝুলিতে এসেছিল ৪৩ রানে ৪ উইকেট। আর তাই ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজের সেরা হওয়ার পর তাঁকে কাপ যুদ্ধের জন্য আগলে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত দল– লোকেশ রাহুল (অধিনায়ক/উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। 

তৃতীয় ওয়ানডের দল– রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল*, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। 

[আরও পড়ুন: দুই বছর আট মাস পরে একদিনের দলে অশ্বিনের কামব্যাক! কিন্তু কেন? কারণ জানালেন রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement