সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের ১২০০-তম ম্যাচ। সেই ম্যাচে গোল করলেন এবং করালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফুটবলজীবনের শুরুতেও যেমন গোলখিদে ছিল, কেরিয়ারের পড়ন্তবেলায় এসেও একই রকম পর্তুগিজ মহাতারকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বদলান না। তিনি একই থেকে যান।
সৌদি প্রো লিগে আল নাসের ৪-১ গোলে হারায় আল রিয়াধকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩১ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। বিরতির ঠিক আগে রোনাল্ডোর অ্যাসিস্ট থেকেই গোল করেন অটাভিও। আল নাসেরের হয়ে জোড়া গোল করেন ট্যালিস্কা। আল রিয়াধের হয়ে সান্ত্বনা গোলটি করেন আন্দ্রে গ্রে। ম্যাচ জিতে সৌদি প্রো লিগ তালিকায় দ্বিতীয় স্থানে আল নাসের।
[আরও পড়ুন: জলে গেল অ্যালেক্সিসের গোল, ডিফেন্সের ভুলে গোকুলামের বিরুদ্ধে ড্র করল মহামেডান]
চলতি মরশুমে ১৫টি ম্যাচে ১৬ টি গোল হয়ে গেল সিআর সেভেনের। ম্যাচ খেলার সংখ্যার বিচারে রোনাল্ডোর সঙ্গে তুলনায় আসতে পারেন কেবল ইংল্যান্ডের প্রাক্তন গোলকিপার পিটার শিল্টন। ১৩৮৭টি ম্যাচ খেলেছিলেন তিনি। রোনাল্ডো কি তাঁকেও ছাপিয়ে যাবেন? সে অবশ্য বলবে সময়। রোনাল্ডো মানেই রেকর্ড।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ১০০০-তম ম্যাচে খেলতে নেমে গোল করেছিলেন রোনাল্ডো। সেই সময়ে জুভেন্টাসে ছিলেন পর্তুগিজ তারকা। চলতি বছরের জুন মাসে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন পর্তুগালের হয়ে। স্মরণীয় ম্যাচ জেতার পরে রোনাল্ডো বলেন, ”আরও তিনটি পয়েন্ট পেলাম আমরা। সব সতীর্থকে ধন্যবাদ, যারা আমাকে ১২০০-তম ম্যাচে পৌঁছতে সাহায্য করেছে। কী দুর্দান্ত জার্নি। আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি।”