shono
Advertisement

CWC 2023 AFG vs ENG: ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লেও, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য আবেগি রশিদ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের পাশে রশিদ।
Posted: 08:53 AM Oct 16, 2023Updated: 02:18 PM Oct 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাত্মক বিপর্যয়। গত ৪৮ ঘণ্টার ব্য়বধানে জোড়া ভূমিকম্প (Earthquake)। মৃতের সংখ্যা প্রায় তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্বকাপ (CWC 2023 AFG vs ENG) খেলতে এলেও রশিদ খান (Rashid Khan)-মহম্মদ নবিদের (Mohammad Nabi) মন পড়ে রয়েছে তাঁদের দেশ আফগানিস্তানে (Afghanistan)। আর তাই তো ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ইতিহাস গড়লেও, তারকা ক্রিকেটার দেশের সাধারণ মানুষদের দুর্দশার কথা ভেবে আবেগি হয়ে পড়লেন। বিশ্বকাপ খেলে উপার্জন করা সমস্ত অর্থই দুর্গতদের সাহায্যে দান করবেন। সেটা তিনি আগেও বলেছিলেন। এছাড়াও আফগানিস্তানকে সাহায্য করার জন্য বেশ কিছু ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন লেগস্পিনার।

Advertisement

ম্যাচের শেষে রশিদ বলেন, “এটা আমাদের কাছে বিশাল জয়। এই ধরনের পারফরম্যান্স আমাদের বিশ্বাস জোগাবে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলির জন্য শক্তি দেবে। ক্রিকেট এমনই একটা খেলা, যা আমাদের দেশে সকলকেই আনন্দ দেয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ও আমার দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে। সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত আমার দেশ। তিন হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। অনেক ঘর-বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এই জয়টা হয়তো কারও মুখে একটু হাসি ফোটাবে। হয়তো সেই ভয়ংকর দিনের কথা কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারবে।”

[আরও পড়ুন: অঘটন! ভূমিকম্প বিধ্বস্ত গুরবাজ-মুজিব-রশিদের দাপটে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের]

চলতি কাপ যুদ্ধে প্রথম অঘটন ঘটিয়ে দিলেন ১১ জন আফগান ক্রিকেটার। তরুণ মুজিব-উর-রহমান ১৬ বলে ২৮ রানের পাশাপাশি নিলেন ৫১ রানে ৩ উইকেট। স্বভাবতই ম্যাচের সেরা তিনি। তবে রশিদ যে এই দলটার হৃদপিণ্ড। তাঁকে ঘিরে বাড়তি সেলিব্রেশন। তারকা লেগ স্পিনার প্রতিটি মুহূর্ত তারিয়ে তারিয়ে উপভোগ করলেন। এবং একইসঙ্গে বাকি দলগুলোকে হুঙ্কার দিয়ে রাখলেন।

 

রশিদ ফের বলেন, “এবার আমাদের শুরুটা একেবারেই ভালো হয়নি। এটি আমাদের জন্য বড় জয়। এই ধরনের পারফরম্যান্স আমাদের বিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা যে কোনও দিন যে কোনও দলকে হারাতে পারি। এই জয় বিশ্বকাপের বাকি ম্যাচের জন্য শক্তি জোগাবে।”

২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। সেই ম্যাচে রশিদের ৯ ওভারে ১১০ রান তুলেছিল ইংল্যান্ড। সেই বদলাও নিলেন রশিদ। এই ম্যাচে মাত্র ৩৭ রান দিয়ে ৩ উইকেট।

[আরও পড়ুন: বল হাতে নিয়ে ‘কালা জাদু’ করেন? নীরবতা ভাঙলেন হার্দিক পাণ্ডিয়া]

আফগানিস্তান শক্তিশালী ভূমিকম্প এবং এর আফটারশকের বিধ্বংসী প্রভাবের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। অসংখ্য গ্রাম ধ্বংস হয়েছে। একটি হতাশাজনক কাকতালীয়ভাবে, রবিবার, পশ্চিম আফগানিস্তানে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিম আফগানিস্তানে এবারের ভূমিকম্পের উৎসস্থল হেরাত থেকে ৩৪ কিমি দূরে অবস্থিত। এমন পরিস্থিতির মধ্যে খেলতে নেমে ইতিহাস গড়েছেন আফগানরা। আর তাই রশিদের মুখে দেশের সাধারণ মানুষদের কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement