shono
Advertisement

Breaking News

পঞ্চম বিদেশিও তুলে নিল SC East Bengal, এবার সই করলেন ডাচ মিডফিল্ডার

স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং নাইজিরিয়ার তারকাকে ইতিমধ্যেই সই করিয়েছে লাল-হলুদ।
Posted: 05:58 PM Sep 17, 2021Updated: 06:11 PM Sep 17, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন্ন আইএসএলে (ISL 8) অংশ নেওয়া নিশ্চিত করেছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। অক্টোবরেই গোয়ায় শুরু প্র্যাকটিস। আর গোটা দল নিয়েই প্রস্তুতি শুরু করতে চান লাল-হলুদের নয়া কোচ ‘মানোলো’ দিয়াজ। সেই কারণেই একের পর এক ফুটবলার সই করাচ্ছে ক্লাব। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, নাইজিরিয়ার পর এবার সই করলেন নেদারল্যান্ডসের তারকা।

Advertisement

শুক্রবারই ক্লাবের তরফে টুইট করে জানানো হয়, ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে এক বছরের চুক্তিতে সই করানো হল। এই প্রথমবার লাল-হলুদ শিবিরে নাম লেখালেন কোনও ডাচ ফুটবলার। এই তারকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল, ইতিমধ্যেই স্প্যানিশ ক্লাব হারকিউলিস সিএফে মানোলো দিয়াজের তত্ত্বাবধানে খেলেছেন তিনি। তাই পরিবেশ, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সুবিধা হবে বলেই জানিয়ে দিলেন ড্যারেন। তিনি বলেন, “স্পেনে এই কোচের তত্ত্বাবধানে খেলেছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভাল। এটাই সাহায্য করবে আমায়। ফের তাঁর কোচিংয়ে খেলার অপেক্ষায় রয়েছি।”

[আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে অসন্তোষ! পাকিস্তানে সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড]

স্লোভেনিয়ার মিডিও আমির ডার্বিসেভিচের পর দ্বিতীয় বিদেশি মিডফিল্ডারকে সই করালো এসসি ইস্টবেঙ্গল। ২০১৭-১৮ মরশুমে জং আয়াখসের হয়ে ডাচ লিগের দ্বিতীয় ডিভিশনে খেলে জিতেছেন ট্রফি। অংশ নিয়েছেন UEFA যুব লিগেও। স্প্যানিশ দ্বিতীয় ডিভিশন ক্লাব কর্ডোবা সিএফে খেলার অভিজ্ঞতাও রয়েছে সিডোয়েলের। যিনি গত মরশুমে লোনে হারকিউলিসে খেলেন। সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি। ২৩ বছরের তারকা বলেন, “ইউরোপের একাধিক দেশে খেলেছি। এবার ইন্ডিয়ান সুপার লিগেও ভাল পারফর্ম করতে চাই।”

এদিকে ড্যারেনকে দলে পেয়ে উচ্ছ্বসিত দিয়াজ (Manolo Diaz)। “আমার দলে ফের ড্যারেনকে পেয়ে দারুণ লাগছে। তরুণ পরিশ্রমী খেলোয়াড়। একেবারে ইউটিলিটি প্লেয়ার। ওর সঙ্গে কথাও হয়েছে। একসঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছি।”

[আরও পড়ুন: আচমকা টি-টোয়েন্টির অধিনায়কত্ব কেন ছাড়লেন কোহলি? প্রকাশ্যে তিনটি কারণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement