সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীল জার্সিটার পরে তাঁর সবচেয়ে প্রিয় যদি কোনও পোশাক থাকে তা হল জলপাই রঙা উর্দিটা। ভারতীয় সেনার লিউটেন্যান্ট কর্নেল পদের সম্মান অর্জনের দিন সারারাত উর্দিটাকে জড়িয়ে শুয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তন ভারতনেতার সেই সেনাপ্রেম এখনও অটুট। তাই সেনার ডাকেই অশান্ত ভূস্বর্গে হঠাৎ হাজির ধোনি। বুধবার শ্রীনগরে কচিকাচাদের সঙ্গে গোটা দিন কাটিয়ে এলেন রাঁচির রাজপুত। সারপ্রাইজ ভিজিটে দিনভর উপত্যকার স্কুলপড়ুয়াদের সঙ্গে খুনসুটিতে মাতলেন মাহি। একইসঙ্গে তাদের জীবনে শিক্ষা ও খেলাধুলাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বেছে নেওয়ার পরামর্শ দিয়ে গেলেন।
চিনার কর্পস-এর সরকারি টুইটার হ্যান্ডেলে ধোনির সেই মুহূর্তগুলিকে পোস্ট করেছে ভারতীয় সেনা। এতটাই গোপন ছিল সেই কর্মসূচি যে সংবাদমাধ্যমকেও তা জানানো হয়নি। তিন বছর আগেই টেস্ট ক্রিকেটকে আলবিদা জানানো মাহি এখন শ্রীলঙ্কার সঙ্গে একদিবসীয় সিরিজের আগে হালকা মেজাজে। সম্প্রতি, তাঁর ভারতীয় ক্রিকেট দলে খেলে যাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। কিংবদন্তী প্রাক্তনীদের অহরহ খোঁচা। কেন তিনি নবীন, প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের দলে জায়গা ছেড়ে দিচ্ছেন না তা নিয়ে কাটাছেঁড়া চলছেই। কিন্তু সম্মানের লড়াইয়ে মাহি পাশে পেয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকে। শাস্ত্রী তো ধোনির হয়ে ব্যাট ধরে সমালোচক প্রাক্তনীদের হিংসুটে বলতেও কসুর করেননি। দু-দুটো বিশ্বকাপ জয়ী নেতার পক্ষে সওয়াল করেছেন লিটল মাস্টার সুনীল গাভাসকরও।
তবে সমালোচনা, বিতর্ক নাপসন্দ ৩৬ বছরের মাহির কাছে আজও ভারতীয় ক্রিকেট দলের সদস্য হওয়া অনুপ্রেরণার শামিল। তাই নিন্দুকদের জবাব দিতে অত্যন্ত মার্জিত ভাষায় তাঁর মন্তব্য ছিল, প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে এবং সেগুলিকে সম্মান জানানো উচিত। তাহলেই ভাবুন, এমন মানুষের বাণীই তো ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বল জীবনের দিকে আরও বেশি করে উদ্বুদ্ধ করবে। তাই তো ভারতীয় সেনা তাঁকেই ডেকেছে।
The post হঠাৎ হাজির মাহি, খুশিতে ডগমগ উপত্যকার স্কুলপড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
