shono
Advertisement

ICC ODI World Cup 2023: বিশ্বকাপের দলে জায়গা পাওয়ায় বিস্মিত হয়েছিলেন, স্বীকারোক্তি অশ্বিনের

বিশ্বকাপ উপভোগ করতে চান তারকা স্পিনার।
Posted: 03:22 PM Sep 30, 2023Updated: 03:22 PM Sep 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে ভাগ্য পরিবর্তন। চোটের কবলে থাকা অক্ষর প্যাটেল নির্দিষ্ট সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি। তাঁর জায়গায় বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দলে ঢুকে পড়েন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বিশ্বকাপের (World Cup 2023) দলে শেষ মুহূর্তে ঢুকে পড়ায় নিজেই বিস্মিত হয়েছেন ভারতের তারকা অফস্পিনার।
এটাই হয়তো অশ্বিনের শেষ বিশ্বকাপ। অশ্বিন বলেছেন, ”শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে যে আমি থাকব, সেটা আমি কল্পনাও করতেৃ পারিনি। দলে সুযোগ পাওয়ায় আমি বিস্মিত। গত চার-পাঁচ বছর ধরে খেলা উপভোগ করাই আমার উদ্দেশ্য। এই টুর্নামেন্টেও সেটাই আমি করতে চাই।” হাসতে হাসতে অশ্বিন জানান, ক্যামেরার সামনে আসতে তিনি অস্বীকার করেছিলেন। কিন্তু দীনেশ কার্তিক তাঁর সাক্ষাৎকার  নেবেন, এই শর্তে রাজি হয়ে যান অশ্বিন। এবারই তারকা অফস্পিনারের শেষ বিশ্বকাপ। সেটা নিজেও জানেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন বিশ্বকাপে ‘বাদ’ অক্ষর? ব্যাপারটা কী?]

বিশ্বকাপের প্রাথমিক দল আগেই ঘোষণা করা হয়েছিল। সেই দলে ছিলেন অক্ষর প্যাটেল। তবে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন অক্ষর। সেই চোট ছিল বেশ গুরুতর। শেষ মুহূর্তে ওয়াশিংটন সুন্দরকে শ্রীলঙ্কা উড়িয়ে নিয়ে যাওয়া হয়। চোটের জন্য ফাইনাল থেকেই ছিটকে যান অক্ষর। একই কারণে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও নামতে পারেননি অক্ষর। আর তখনই অশ্বিনকে নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। বাড়তে থাকে অশ্বিনের (R Ashwin) বিশ্বকাপ খেলার সম্ভাবনা। সেই জল্পনা সত্যি করেই ১৫ জনের দলে ঢুকে পড়েন ভারতের তারকা অফস্পিনার। এখন শুধু মাঠে নামার পালা। সবার নজরে অশ্বিন। 

[আরও পড়ুন: Rohit Sharma: কাপ যুদ্ধের মঞ্চে শচীন-গেইলের কোন রেকর্ড ভাঙার অপেক্ষায় রোহিত?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement