shono
Advertisement

ICC ODI World Cup 2023: দুরন্ত ক্যাচের জন্য সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাদেজা, ‘অসন্তুষ্ট’ লোকেশ রাহুল! কিন্তু কেন?

রবীন্দ্র জাদেজা যখন বাজপাখি!
Posted: 02:32 PM Oct 20, 2023Updated: 08:57 PM Oct 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চারে চার’ করে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমি ফাইনালের অনেকটাই কাছে চলে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ব্যাটিং-বোলিং সব বিভাগেই অপ্রতিরোধ্য ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। সিনিয়র থেকে জুনিয়র, সব ক্রিকেটারের মুখে একটাই কথা। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ। সবার নজর এখন বিশ্বকাপে জয়ের দিকে। তবে ‘এক গামলা দুধে, একফোঁটা চোনা’ পড়ে গেল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সেরা ফিল্ডার হওয়াকে কেন্দ্র করে! জাড্ডু সেরা ফিল্ডারের পুরস্কার হাতে তুলতেই, লোকেশ রাহুল (Lokesh Rahul) নিজের ক্ষোভ উগরে দিলেন! বলে দিলেন, “সেরা ফিল্ডারের পুরস্কার আমাকে দেওয়া উচিত ছিল!”

Advertisement

উপরের ইন্ট্রো পড়ে অনেকেই ভাবতে পারেন রোহিত শর্মার (Rohit Sharma) সুখের সংসারে কি তাহলে কাপ যুদ্ধের মাঝেই ঝামেলা লেগে গেল! তবে পাঠকরা ভুল ভাবছেন। পুরো ঘটনাই ঘটেছে একেবারে মজার ছলে। বাংলাদেশকে (Bangladesh) সাত উইকেটে হারিয়ে দেওয়ার পর সেই মজার ভিডিও বিসিসিআই (BCCI) সোশাল মিডিয়াতে পোস্ট করেছে। ভারতের জয়ের রাতে এমন ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।

[আরও পড়ুন: বাজপাখির মতো উড়ে পয়েন্টে ক্যাচ ধরলেন জাদেজা, করলেন অদ্ভুত সেলিব্রেশন! কিন্তু কেন?]

 

কিন্তু কীভাবে লোকেশ রাহুলকে হার মানালেন ‘স্যর জাদেজা?’ ২৪.১ ওভারে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলটা ফাইন লেগে পাঠাতে চেয়েছিলেন মেহিদি হাসান মিরাজ। সূক্ষ্মভাবে ব্যাটে-বলে সংযোগ হয়েছিল। উইকেটের পিছনে লোকেশ রাহুল শরীরকে বাঁদিকে ছুড়ে দিয়ে ক্যাচটা ধরেন। তখন মনে হচ্ছিল তিনিই এই ম্যাচের সেরা ফিল্ডার হবেন। কিন্তু হিসাব ওলটপালট করে দেন জাড্ডু।

সেরা ফিল্ডারের পুরস্কার জেতার পর ফিল্ডিং কোচের সঙ্গে রবীন্দ্র জাদেজা। ছবি: টুইটার

কিন্তু পরিস্থিতি বদলে যায় টাইগার্সদের ব্যাটিংয়ের ৪২.৩ ওভার। অফসাইডের বাইরের দিকে বল করেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মুশফিকুর রহিম যতটা ভেবেছিলেন, সেটার থেকে কিছুটা বেশি উপরে উঠে আসে বলটা। সেই পরিস্থিতিতে পয়েন্ট দিয়ে বলটা মারার চেষ্টা করেন। তবে সেখানে মুশফিকুরের সম্ভবত মনে ছিল না যে পয়েন্টে জাদেজাকে রেখেছেন রোহিত। জাদেজা নিজের ডানদিকে ঝাঁপিয়ে শূন্যে ভেসে দুর্দান্ত ক্যাচ ধরেন। মাঠের সঙ্গে প্রায় সমান্তরাল হয়ে সেই ক্যাচটা ধরেন ভারতের তারকা স্পিনার। তারপরই সেলিব্রেশনে মেতে ওঠেন। আর সেলিব্রেশনেও বেশ অভিনবত্ব ছিল। সেরা ফিল্ডার হওয়ার জন্য এবার বিশ্বকাপে ভারতীয় দল থেকে যে পদক দেওয়া হচ্ছে, সেটা চেয়ে বসেন। যিনি এখনও পর্যন্ত একবারও সেই মেডেল পাননি। সেই ক্যাচ নিয়ে তিনি নিজেই নিজেকে সেরা ফিল্ডার হওয়ার দাবিদার বলে ঘোষণা করে দেন। মাঠ থেকেই ইঙ্গিত করেন গলায় পদক পরার।

[আরও পড়ুন: ঠিক যেন উড়ন্ত পাখি! রাহুলের গ্লাভসে বন্দি বাংলাদেশি তারকা, ভাইরাল ভিডিও]

 

তেমনটাই হল। ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি.দিলীপ কিন্তু এবার জাদেজার গলাতেই মেডেল পরিয়ে দিলেন। সেটা দেখেই লোকেশ রাহুল মজা করে বলে দেন, “সেরা ফিল্ডারের পুরস্কার আমাকে দেওয়া উচিত ছিল!” দিলীপ বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে জাদেজা সিংহের মতো খেলল। প্রচুর রান বাঁচাল, ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভেঙে দিল। সেই সঙ্গে দুর্দান্ত ক্যাচ নিল। আমার মতে সেরা ফিল্ডার জাদেজা।”

দলে একাত্মবোধ বাড়াতে চলতি কাপ যুদ্ধে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়ার নিয়ম চালু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লিপে দারুণ ক্যাচ নিয়ে মেডেল জিতেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে মেডেল এসেছিল শার্দুল ঠাকুরের ঝুলিতে। তৃতীয় ম্যাচে লোকেশ রাহুলকে সেই পদক দেওয়া হয়। এবার চতুর্থ ম্যাচে জাদেজা সোনার মেডেল জিতলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement