shono
Advertisement

আফগান রূপকথা থেকে কমলা বিপ্লব, বিশ্বকাপে হিট কারা?

বিশ্বকাপে হিটের তালিকায় ভারতের কারা?
Posted: 12:19 PM Nov 20, 2023Updated: 01:20 PM Nov 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ শেষ। ফের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফের তীরে এসে তরি ডুবল ভারতের। মোটের উপর এই যদি হেডলাইন হয়, তাহলে এসবের মধ্যে লুকিয়ে রয়েছে ছোট ছোট অনেক শিরোনাম। অনেক সাফল্যের গল্প। ফিরে দেখা যাক সেগুলোই।

Advertisement

বিরাট-নামা: এবারের বিশ্বকাপকে যেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভাঙার মঞ্চ হিসাবে বেছে নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ওডিআই ফরম‌্যাটে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরি (৪৯) টপকে গিয়েছেন বিরাট (৫০)। এক বিশ্বকাপে শচীনের (৬৭৩) সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন কোহলি (৭৬৫)। শুধু তাই নয়, ওডিআই ক্রিকেট রান তাড়া করে জেতার ক্ষেত্রেও সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন বিরাট (৫৫৭১ রান), শচীনকে ছাপিয়ে গিয়ে।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি: কৃষি সমবায়ের ‘পাসওয়ার্ড’ বাকিবুরের হাতেই! চাঞ্চল্যকর তথ‌্য ইডির]

হিটম্যান শো: চলতি কাপ-আসরে দুরন্ত পারফরম্যান্স করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ার পথে ক্রিস গেইলকে (৫৫৩) টপকে গিয়েছেন রোহিত (৫৯৭)। শুধু তাই নয়, প্রথম ব্যাটার হিসাবে বিশ্বকাপে সাত-সাতটি শতরান করলেন হিটম্যান, শচীন তেণ্ডুলকরের (৬টি) রেকর্ড ভেঙে।

শামিতে সমর্পণ: এবার বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। এর মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন তিন-তিনবার। সেমিফাইনালে সাত উইকেট নিয়ে একাই শেষ করে দিয়েছেন নিউজিল্যান্ডকে। শুধু তাই নয়, মাত্র ১৭ ইনিংয়ে পঞ্চাশ উইকেট নিয়ে নতুন বিশ্বকাপ রেকর্ডও গড়েছেন।

উইকেটরক্ষক রাহুল: বিশ্বকাপের আগে এশিয়া কাপেও উইকেটের পিছনে নড়বড়ে দেখিয়েছে রাহুলকে। কিন্তু বিশ্ব ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে উইকেটরক্ষক রাহুল যেন বিপ্লব ঘটালেন। ফাইনাল বাদ দিলে গোটা বিশ্বকাপে অবিশ্বাস্য কিপিং করেছেন রাহুল (KL Rahul)। দুবার পেয়েছেন টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডিংয়ের মেডেল। গড়েছেন রেকর্ডও। বিশ্বকাপে উইকেটের পিছনে দাঁড়িয়ে মোট ১৭টি আউটে অবদান রেখেছেন রাহুল। যা এর আগে আর কোনও ভারতীয় উইকেটরক্ষক করতে পারেননি। সেই সঙ্গে বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ডিআরএসের সিদ্ধান্তগুলিও নজরকাড়া।

আফগান রূপকথা: ২০১৫ বিশ্বকাপে আবির্ভাবের পর থেকে দুটো বিশ্বকাপ মিলিয়ে মাত্র একটা ম্যাচ জয়ের পরিসংখ্যান নিয়ে এবার কাপ-আসরে নেমেছিল আফগানিস্তান (Afghanistan)। কিন্তু সকলকে চমকে দিয়ে তিন বিশ্বজয়ী দেশ– ইংল্যান্ড, পাকিস্তান আর শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় তারা। চার ম্যাচ জয়ের সুবাদে একটা সময় শেষ চারে যাওয়ার দৌড়ে ছিলেন আফগানরা।

[আরও পড়ুন: নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদলে হল জওহরলাল নেহরু! ভারত হারতেই মোদিকে খোঁচা মহুয়ার]

কমলা বিপ্লব: এখনও টেস্ট স্টেটাস পায়নি নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে সেই দেশের কাছেই নতজানু হয় দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশের মতো লাল বলের ক্রিকেটে নিয়মিত খেলার দুই দেশ। সবমিলিয়ে বিক্রমজিৎ সিং, বাস দে লিডি, আরিয়ান দত্তদের পারফরম্যান্স নজর কাড়ে ক্রিকেট বিশ্বের।

অধিনায়ক প্যাট কামিন্স: প্যাট কামিন্স আর পাঁচটা অস্ট্রেলীয় অধিনায়কের মতো আগ্রাসী বা উদ্ধত কোনওটাই তিনি নন। তবে ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক কামিন্স যেন পুনঃপ্রতিষ্ঠিত হলেন। চলতি বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন প্যাট। এবার জিতলেন বিশ্বকাপ। অধিনায়ক হিসাবে পন্টিং, স্টিভ ওয়াদের পাশে নাম লিখিয়ে ফেললেন অজি পেসার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement