আলাপন সাহা: বিশ্বকাপের মধ্যেই বিস্ফোরণ ঘটালেন মহম্মদ শামি (Mohammed Shami)। প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজার (Hasan Raza) সমালোচনার পালটা জবাব দিলেন নিজের ইনস্টাগ্রামে। ভারতীয় পেসার বলেন, অন্যদের সাফল্য উপভোগ করতে শিখুন পাক তারকা। প্রসঙ্গত, হাসান রাজা ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তাঁর দাবি, ভারতীয় দল ডিআরএস-কে প্রভাবিত করছে! ভারতীয় বোলারদের চিটার বলতেও দ্বিধা করেননি রামিজ রাজার পুত্র।
সেই সমালোচনার জবাব দিতেই বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন শামি। হাসান রাজার মন্তব্যের খবর তুলে ধরে বলেন, “আপনারা খেলার দিকে মন দিন। অন্যদের সাফল্যও উপভোগ করতে শিখুন। ফালতু বিষয় নিয়ে মাথা ঘামাবেন না। এটা বিশ্বকাপ (ICC World Cup 2023) চলছে, আপনার পাড়ার টুর্নামেন্ট নয়। আপনি নিজেও তো ক্রিকেটার ছিলেন।” একটি অনুষ্ঠানে হাসান রাজা বলেছিলেন, “এবারের বিশ্বকাপে অদ্ভুত একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ভারতীয় বোলাররা নামলেই পিচ অন্য রকম আচরণ করছে! এমনটা কিন্তু আগে দেখা যেত না। মনে হচ্ছে ওরা কিছু একটা চিটিং করছে।”
[আরও পড়ুন: ‘মনে হচ্ছিল মাঠে ঢুকে বলি অনেক হয়েছে’, শাকিবের উলটো মেরুতে ডোনাল্ড]
যদিও স্বদেশীয় ক্রিকেটারের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। কিংবদন্তি পাক পেসার বলেন, “কিছু লোক নিজের অসম্মান করানোর সঙ্গে গোটা দুনিয়ার কাছে আমাদের দেশের তামাশা করছে। আমাদের দেশের বদনাম করছে। এমন বোকা বোকা কথা মুখে আনাই উচিত নয়।” এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে সেই প্রসঙ্গও টানেন শামি। নাম না করে হাসান রাজাকে তিনি লেখেন, “ওয়াসিম ভাইও তো বুঝিয়ে বলেছেন। তাঁর উপরেও কি ভরসা করতে পারছেন না আপনারা?”
শুধু ভারতীয় বোলার নয়, বিশ্বকাপের ডিআরএস নিয়েও অদ্ভুত প্রশ্ন তুলেছিলেন হাসান রাজা। তিনি বলেন, “গত সাত ম্যাচে ভারতীয় দল কমপক্ষে সাত-আটটি ডিআরএস-এর সিদ্ধান্ত তাদের পক্ষে গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে খেলার জন্য মাঠে থাকা আম্পায়ার ও তৃতীয় আম্পায়ারকেও হাত করে নিয়েছে!” এমন ভিত্তিহীন অভিযোগে মুখের উপর জবাব দিয়েছেন ভারতীয় পেসার।