সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস সংঘর্ষে মধ্যপ্রাচ্য অশান্ত। বাড়ছে মৃতের সংখ্যা। গাজা ভূখণ্ডে চলছে ইজরায়েলের দাদাগিরি। সেখানকার মানুষদের কান্না-অসহায়তা ছুঁয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ানকে (Muhammad Rizwan)। বিশ্বকাপে (ICC World Cup 2023 ) শ্রীলঙ্কাকে হারানোর পরে পাক-তারকা গাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন।
রিজওয়ান পোস্ট করে লিখেছেন, ”এই জয় গাজার ভাই-বোনদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে খুশি। গোটা দলের কৃতিত্ব। বিশেষ করে আবদুল্লা শাফিক এবং হাসান আলি কাজ সহজ করে দিয়েছে। দুর্দান্ত আতিথেয়তা এবং সমর্থনের জন্য হায়দরাবাদের মানুষকে কৃতজ্ঞতা জানাই।” বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে রাজনীতির প্রবেশ নিষিদ্ধ। সেই জায়গায় রিজওয়ান কিন্তু নিজেদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করে ফেলছেন। এর সুদূরপ্রসারী ফলাফল কী হবে, তা জানা নেই।
[আরও পড়ুন: ICC World Cup: মেন্টর নন, বিশ্বকাপে রশিদ খানদের ‘ট্যুর গাইড’ জাদেজা!]
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মহম্মদ রিজওয়ান অপরাজিত ১৩১ রান করেন। আবদুল্লা শাফিক খেলেন ১১৩ রানের ইনিংস। ৮৩ রানে যখন রিজওয়ান ব্যাট করছেন, তখন মাংসপেশিতে টান ধরায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
বাবর আজম দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু রিজওয়ান ও শাফিক ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন তৃতীয় উইকেটে। এই দুই পাক ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটং শ্রীলঙ্কার পাহাড়প্রমাণ রান টপকে যেতে সাহায্য করে।