সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা ক্রিকেট দুনিয়া এই মুহূর্তে যশস্বী জয়সওয়ালে (Yashasvi Jaiswal) মজে রয়েছে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পরপর ডবল সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। তবে তাঁর কাছে এবার অন্য একটি অনুরোধ করে বসলেন অনিল কুম্বলে (Anil Kumble)। ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রবাদপ্রতিম লেগ স্পিনারের দাবি, যশস্বী যেন নিজের লেগ স্পিন নিয়ে আরও বেশি ঘষামাজা করেন।
ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারানোর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন যশস্বী। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ২৯০ বলে ২০৯ রান করার পর, এবার আরও বিস্ফোরক মেজাজে ২৩৬ বলে ২১৪ রানে অপরাজিত রইলেন। এর পর ম্যাচের শেষে কুম্বলের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন মারকুটে ব্যাটার। যশস্বীকে সামনে পাওয়া মাত্রই কুম্বলে বলে ওঠেন, “দারুণ ব্যাট করলে। তোমার ব্যাটিং দেখে আমরা সবাই মুগ্ধ। তবে আমার অনুরোধ হল তুমি লেগ স্পিন করা বন্ধ করতে যেও না। তোমার লেগ স্পিন আমার বেশ ভালোলাগে। এবং আরও লেগ স্পিন অনুশীলন করলে তুমি অনেক উন্নতি করবে। আর তাছাড়া লেগ স্পিন ভালোভাবে রপ্ত করলে তোমারই লাভ। কারণ কখন কার কোনটা কাজে লাগে কেউ জানে না।”
[আরও পড়ুন: ‘জীবনের সবচেয়ে কঠিন যাত্রার মাঝে এসেছে ৫০০ থেকে ৫০১তম উইকেট’, অশ্বিনের সাফল্যে লিখলেন স্ত্রী প্রীতি]
কুম্বলের অনুরোধ শুনে তাঁকে অবশ্য হতাশ করেননি ২২ বছরের ব্যাটার। যশস্বীর প্রতিক্রিয়া ছিল, “পিঠে চোট রয়েছে। এখনও পুরোপুরি সারেনি। তবে আমি কিন্তু সময় পেলেই নেটে বোলিং করি। রোহিত ভাইও সেটা জানে। আমি ম্যাচেও বোলিং করার জন্য তৈরি রয়েছি। শুধু অধিনায়কের সবুজ সংকেতের অপেক্ষা।”
ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা পেলেও যশস্বী লেগ স্পিন মন্দ করেন না। আন্তর্জাতিক মঞ্চ কিংবা প্রথম শ্রেণির ম্যাচে বোলিং করার সুযোগ এখনও পাননি। তবে লিস্ট এ ম্যাচে এখনও পর্যন্ত নিয়েছেন ৭ উইকেট। এহেন ভারতের নতুন তারকাকে ভবিষ্যতে হাত ঘোরাতে দেখা যাবে? সেটাই দেখার।