shono
Advertisement

বাবা-দিদিকে পাত্তা না দিয়ে ‘খারাপ বউমা’ রিভাবাকে ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ জাদেজার

হোম গ্রাউন্ডের বাইশ গজে জাদেজার রাজত্ব।
Posted: 01:20 PM Feb 19, 2024Updated: 02:39 PM Feb 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা-র (Rivaba Jadeja) বিরুদ্ধে একাধিক মারাত্মক অভিযোগ এনেছিলেন তাঁর বাবা অনিরুদ্ধ সিং জাদেজা (Anirudhsingh Jadeja)! একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পারিবারিক সমস্যা সামনে এনেছিলেন জাড্ডুর বাবা। তাঁর দাবি ছিল পুত্রবধূর জন্যই পরিবারের যাবতীয় বিবাদের সূত্রপাত।

Advertisement

তাঁর বাবা ও দিদি রিভাবাকে ‘খারাপ বউমা’ বলে অপমানিত করলেও, ব্যাপারটাকে মোটেও পাত্তা দেননি জাদেজা। সেটা আরও একবার স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তিনি। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে রাজকোট টেস্টে (IND vs ENG) ম্যাচের সেরার পুরস্কার পেয়ে সেটা নিজের স্ত্রীকে উৎসর্গ করলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার।

[আরও পড়ুন: বিরাট, অশ্বিনের পর এবার বাড়ির পথে বুমরাহ! ব্যাপক চাপে রোহিতের টিম ইন্ডিয়া]

ম্যাচের সেরা জাদেজা বলেন, “দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে নিতে পেরেছি। এই সাফল্য আজীবন মনে থাকবে। আর তাছাড়া এই টেস্টে শতরানও করতে পেরেছি। তাই প্রতিটা মুহূর্তই আমার কাছে স্পেশাল।” এখানেই থেমে না থেকে জাড্ডু ফের যোগ করেন, “নিজের ঘরের মাঠে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছি। এটা আমার পরিবারের কাছে খুবই আনন্দের ব্যাপার। আর তাই এই পুরস্কার রিভাবাকে উৎসর্গ করলাম।”

সিরিজের প্রথম টেস্টে চোট পেয়েছিলেন জাদেজা। সেইজন্য দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। সেই সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন তারকা অলরাউন্ডার। তবে রাজকোটে নিজের মাঠে নেমেই দুরন্ত পারফরম্যান্স করলেন। ২২৫ বলে ১১২ রান করার পর প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫১ রানে ২ উইকেট। এর পর দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর হয়ে ওঠেন জাড্ডু। নিয়েছিলেন ৪১ রানে ৫ উইকেট। আর তাই তাঁর হাতে তুলে দেওয়া হয় ম্যাচের সেরা পুরস্কার। আর সেই পুরস্কার স্ত্রী রিভাবাকে উৎসর্গ করলেন জাড্ডু। এবং বুঝিয়ে দিলেন যত যাই হোক, যে যাই বলুন তিনি রিভাবার পাশেই রয়েছেন।

[আরও পড়ুন: ‘বাংলা ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে মনোজ’, অকপটে জানালেন সৌরভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement