shono
Advertisement

ধোনিকে ছুঁয়ে ইতিহাস গড়লেও খুশি নন রোহিত! কিন্তু কেন?

দুরন্ত কামব্যাকে টেস্ট সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া।
Posted: 07:11 PM Jan 04, 2024Updated: 07:47 PM Jan 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯২-৯৩ মরশুম থেকে ২০২৩-২৪ সালের দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর। ভারতের কাছে টেস্ট সিরিজ জয় অধরা থেকে গিয়েছে। তবে একইসঙ্গে দ্বিতীয় টেস্ট জিতে জোড়া রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া (Team India)। এক) কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে এই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। দুই) ডিন এলগারের (Dean Elgar) দলকে ৭ উইকেটে হারিয়ে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) ছুঁলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০১০-১১ মরশুমে ক্যাপ্টেন কুল-এর অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। আর এবার রোহিতের নেতৃত্বে সেঞ্চুরিয়নে হারলেও, দ্বিতীয় টেস্টে দারুণ কামব্যাক করে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। যদিও এমন ঐতিহাসিক মুহূর্তের পরেও একেবারে খুশি হতে পারছেন না হিটম্যান। সেটা ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সটান বলেই দিলেন রোহিত।

Advertisement

তিনি বলেন, “সেঞ্চুরিয়নে হারের পর আমরা অনেক ভুল থেকে শিক্ষা নিয়েছি। সেটা এই ম্যাচে দেখা গিয়েছে। তবে টেস্ট সিরিজে সমতা ফেরালেও, সব ব্যাটারদের দেখে কিন্তু ভালো লাগেনি। যেভাবে প্রথম ইনিংসে আমরা শেষ ছয় উইকেট হারিয়েছিলাম সেটা মোটেও কাঙ্খিত নয়। যদিও বাকি ব্যাটাররা কিন্তু এমন কঠিন পিচে লড়াই দেখিয়েছিল। তাও ১০০ রানের বেশি লিড পেয়েছিলাম। এই লিড টেস্ট জয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা নিয়েছে।”

[আরও পড়ুন: দেড় দিনে শেষ কেপটাউন টেস্ট! প্রোটিয়াদের গুঁড়িয়ে সমতা ফেরাল টিম ইন্ডিয়া]

 

প্রথম ইনিংসে বাইশ গজে দাপট দেখান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। প্রথম ইনিংসে মাত্র ১৫ রানে ৬ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩১ রানে ১ উইকেট। ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। এদিকে দুই ইনিংসে আগুনে বোলিংয়ের জন্য সিরিজের সেরা হয়েছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ইনিংসে ২৫ রানে ২ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী মেজাজে ধরা দেন তিনি। নিয়েছিলেন ৬১ রানে ৬ উইকেট। সঙ্গে তো দুই ইনিংসে নিজের জাত চিনিয়েছেন মুকেশ কুমার (২/২, ২/৫৬)।

বুমরাহ উইকেট পেতেই এভাবে সেলিব্রেশন করছিলেন রোহিত। ছবি: এক্স হ্যান্ডেল

তাই জোরে বোলারদের প্রশংসা করে রোহিত যোগ করেন, “দুই ইনিংসে আমাদের পেস বোলাররা দারুণ পারফরম্যান্স করেছে। বুমরাহ, সিরাজ ও মুকেশ নিজেদের দারুণভাবে মেলে ধরেছে। এমন পিচে পেসারদের যেভাবে বোলিং করা হয়েছিল, ঠিক সেই লাইনলেন্থ বজায় রেখেই ওরা বোলিং করেছে। সেইজন্য টেস্ট জয় সহজ হল।

১৯৯২-৯৩ মরশুম থেকে ২০২৩-২৪। রামধনুর দেশে গত ৩২ বছরে ভারতের টেস্ট জয়ের সংখ্যা মাত্র ৫। এর মধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১০-১১ মরশুমে ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাট কোহলির অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার অনেকেই আশা করেছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়বে ভারত। তবে সেই স্বপ্ন সত্যি হল না। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ফলাফলে শেষ করার পর, একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। আর এবার টেস্ট সিরিজের ফলাফল দাঁড়াল ১-১। সেই স্মৃতি নিয়েই দেশে ফিরে আসবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

[আরও পড়ুন: মাত্র ৬৪২ বলেই শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ!রইল ক্রিকেট ইতিহাসে ১০টি সংক্ষিপ্ততম টেস্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement