shono
Advertisement

‘কেএল রাহুল, বিরাট ছাড়া বাকিদের অবস্থা খুব খারাপ!’ শুভমান, শ্রেয়সদের বিঁধলেন শচীন

শুভমান, শ্রেয়সদের মানসিকতায় বিরক্ত শচীন তেণ্ডুলকর।
Posted: 02:50 PM Dec 29, 2023Updated: 02:50 PM Dec 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) কখনও রাগতে দেখেছেন! খেলোয়াড় জীবনে মাস্টার ব্লাস্টারকে খুব একটা রাগতে দেখা যায়নি। তবে এবার আর নিজেকে আটকে রাখতে পারলেন না আধুনিক ক্রিকেটের ডন। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) লজ্জাজনক হার দেখে নিজেকে আর আটকে রাখতে পারলেন না। এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন। তাঁর স্পষ্ট কথা, বিরাট কোহলি (Virat Kohli) ও কেএল রাহুল (KL Rahul) ছাড়া আর কাউকেই ভালো লাগেনি।

Advertisement

বক্সিং ডে টেস্টে মূলত ব্যাটিং ব্যর্থতার জন্য এক ইনিংস ৩২ রানে হেরেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। সেই হার দেখে শচীন লিখেছেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসের শেষে অসন্তুষ্ট হবে। কিন্তু ওদের পেস বোলাররা দারুণ পারফর্ম করেছে। আমার মতে প্রত্যাশার বাইরে পারফর্ম করেছে। ম্যাচ যত এগিয়েছে, পিচ ব্যাটিংয়ের জন্য অনুকূল হয়ে উঠলেও, দক্ষিণ আফ্রিকার বোলাররা দারুণ লাইন লেন্থ বজায় রেখে বোলিং করেছে।’

[আরও পড়ুন: বছরের শেষে দেশের সবচেয়ে বড় ডোপিং বিতর্ক! ব্যর্থ হয়ে নির্বাসিত ২৫জন অ্যাথলিট]

 

এর পরেই শুভমান গিল (Shubman Gill), শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) শট নির্বাচন নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে দেন তিনি। শচীন ফের লিখেছেন, ‘ভারতের কয়েকজন ব্যাটারদের শট নির্বাচন খুব খারাপ ছিল। বিরাট ও কেএল রাহুল ছাড়া আর কাউকে দেখে মনে হয়নি ব্যাট হাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এটা খুবই হতাশার। কেএল রাহুল, বিরাট ছাড়া বাকিদের অবস্থা খুব খারাপ! এটা একেবারেই ভালো বিজ্ঞাপন নয়।’

শচীন ভুল মন্তব্য করেননি। সেটা দুই ইনিংসে ব্যাটারদের পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে। প্রথম ইনিংসে কেএল রাহুল ১০১ রান করার জন্য কোনওভাবে ২৪৫ রান তুলেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে তো হাল আরও খারাপ ছিল। ১৬৩ রানে পিছিয়ে থাকা দল মাত্র তিন ঘন্টায় অলআউট হয়ে যায়। বিরাটের লড়াকু ৭৬ রান ছাড়া আর কেউ নান্দ্রে বার্গার, মার্কো জ্যানসেন ও কাগিসো রাবাডার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না। এরসঙ্গে ছিল ভুলেভরা শট বাছাই। যশস্বী জসওয়াল প্রথম বলেই বাউন্ডারি মেরেছিলেন, যদিও তিনি বেশিক্ষণ স্থায়ী হননি। এবং আউট হওয়া থেকে বাঁচতে গিয়ে ভুল করে বসেন এবং তাঁর গ্লাভসে বল লেগে কিপারের কাছে চলে যায়। রোহিত, শুভমান ও শ্রেয়স লাইন মিস করে বোল্ড হয়ে যান। ফলে ১৩১ রানে অলআউট হয়ে লজ্জার ‘হার’ উপহার দিল ভারতীয় দল।

[আরও পড়ুন: ফের রাবাডার বিরুদ্ধে পেসে বিদ্ধ রোহিত! বিদেশে টিম ইন্ডিয়ার অধিনায়কের লজ্জার পরিসংখ্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement