সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে লজ্জার হারের পর একধাক্কায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) পয়েন্ট তালিকায় অনেকটা নীচে নেমে গেল রোহিত ব্রিগেড। পাকিস্তান-বাংলাদেশেরও পরে ঠাঁই হয়েছে ভারতের। অন্যদিকে, ভারতকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার পর টেস্ট সিরিজে নেমেছিল ভারত (Indian Cricket Team)। কিন্তু প্রথম ম্যাচেই লজ্জার হার রোহিত ব্রিগেডের। ব্যাটিং বিপর্যয়ের জেরে কার্যত আত্মসমর্পণ করেছে ভারত। ইনিংস ও ৩২ রানে হেরে বছর শেষ করেছে মেন ইন ব্লু। তার জেরেই পয়েন্ট তালিকায় অনেকখানি নেমে গিয়েছে ভারত। আপাতত পাঁচ নম্বরে রয়েছে তারা। পাশাপাশি স্লো ওভার রেটের কারণেও দুপয়েন্ট কাটা গিয়েছে ভারতের।
[আরও পড়ুন: স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়েছে ইংরেজরাই, নাগপুরের সভায় একী বললেন রাহুল!]
পয়েন্ট তালিকা অনুযায়ী, শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তার পরেই পাকিস্তান। প্রথম তিনে রয়েছে নিউজিল্যান্ডও। ভারতকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে ভারতের পরে। তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। পাঁচ নম্বরে নেমে যাওয়ার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়েও সমস্যায় পড়তে পারে ভারত।
প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ হারলেও ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসাবে সাত বছর দুহাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে গোটা ভারতীয় দল ব্যর্থ হলেও কোহলির ব্যাট থেকে আসে ৭৬ রান। ফলে চলতি বছরে মোট ২০০৬ রান করেছেন তিনি। এর আগে ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯- প্রত্যেক বছরেই দুহাজারের বেশি রান করেছিলেন কোহলি। ২০২৩এও ফের দুরন্ত পারফরম্যান্স তাঁর।