সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হল ভারতীয় জুনিয়র দলের। মঙ্গলবার যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহীর কাছে ৩-০ গোলে পরাস্ত হলেন সুহেল ভাটরা।
প্রথম ম্যাচে চিনের কাছে হারে ভারতীয় জুনিয়ররা (Indian Football Team)। এদিন এশিয়ান কাপের কোয়ালিফায়ারে গ্রুপ ‘জি’র ম্যাচে তিন পয়েন্টকেই পাখির চোখ করে নামেন তাঁরা। কিন্ত শুরু থেকেই ভারতের বিরুদ্ধে দাপট দেখায় আমিরশাহী। প্রথমার্ধে সুহেলদের আক্রমণের সুযোগই দেয়নি প্রতিপক্ষ। উলটে ২৬ মিনিটে প্রথম গোল হজম করে দল। কর্নারকে কাজে লাগিয়ে গোল করে দেন মহম্মদ আব্বাস। প্রথমে লাইন্সম্যান ফ্ল্যাগ তুলে দিলেও রেফারি সেই সিদ্ধান্ত বদলে দেন। মিনিট সাতের পরই ০-২ গোলে পিছিয়ে পড়ে ভারত। এবার গোল করেন আমিরশাহীর সুলতান আদিল আলেমিরি।
[আরও পড়ুন: লোকসভার আগে নারদ মামলায় ফের সক্রিয় সিবিআই, তলব ম্যাথু স্যামুয়েলকে]
দ্বিতীয়ার্ধের শুরুতেও একইরকম আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে আমিরশাহী। ৬৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে ভারতীয় রক্ষণ ভেঙে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আইসা খালফান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লগ্নে কয়েটা ভাল মুভমেন্ট করলেও গোলমুখ খুলতে পারেননি জুনিয়ররা। পরিবর্ত হিসেবে নেমে নজর কাড়েন রোহিত দানু। কিন্তু সেই পারফরম্যান্স যথেষ্ট ছিল না। আমিরশাহীর কাছে হারায় এবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল ভারতের।