shono
Advertisement

Wriddhiman Saha: ‘হুমকি’মেসেজ বিতর্কে কি ক্ষমা চাইলেন সাংবাদিক? মুখ খুললেন ঋদ্ধিমান

এই ঘটনায় ঋদ্ধির সঙ্গে ফোনে এবং ই-মেলের মাধ্যমে যোগাযোগ করেছে বিসিসিআই।
Posted: 05:14 PM Feb 23, 2022Updated: 05:37 PM Feb 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গভীর শ্বাস নিয়ে সাংবাদিকের নামটা বলেই ফেলো।’ হুমকি মেসেজ বিতর্কে ঋদ্ধিমান সাহাকে এমনই পরামর্শ দিলেন বীরেন্দ্র শেহওয়াগ। এর আগে হরভজন সিংও জানতে চেয়েছিলেন সাংবাদিকের নাম। ঋদ্ধিকে ‘হুমকি’ দিয়ে মেসেজ পাঠিয়েছিলেন কে, তা জানতে কৌতূহলী গোটা দেশের ক্রিকেটপ্রেমীরাই। কিন্তু ঋদ্ধি জানিয়ে দিয়েছিলেন, মানবিকতার খাতিরে এবং সাংবাদিকের পরিবারের কথা মাথায় রেখে সাংবাদিকের নাম প্রকাশ্যে আনতে চান না। কিন্তু এত বিতর্কের পরেও কি ওই সাংবাদিক ক্ষমা চাইলেন? এবার তা নিয়েও মুখ খুললেন ভারতীয় উইকেটকিপার।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দল (Team India) থেকে বাদ পড়ার পরই জোর চর্চা চলছে ঋদ্ধিমানকে নিয়ে। অনেকে তাঁর ছাঁটাই নিয়ে প্রশ্নও তুলেছেন। এসবের মধ্যেই বিতর্ক উসকে ওঠে ঋদ্ধিমানের (Wriddhiman Saha) একটি পোস্ট ঘিরে। বাংলার উইকেটকিপার জানান, এক সাংবাদিকের থেকে ‘হুমকি’ মেসেজ পেয়েছেন তিনি! নাম না করে ওই সাংবাদিকের পাঠানো মেসেজের একটি স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখানে তিনি জানান, দল থেকে বাদ পড়া নিয়ে কোনও কথা বলতে না চাওয়ায় তাঁকে রীতিমতো এক সাংবাদিকের হুমকির মুখে পড়তে হয়েছে। শেয়ার করা স্ক্রিনশটে লেখা, ঋদ্ধিমান ফোন না ধরায় তিনি অপমানিত বোধ করেছেন। আর তিনি অপমান হালকাভাবে নেন না। আক্ষেপের সুরে পোস্টের ক্যাপশনে বাংলার উইকেটরক্ষক লেখেন, “ভারতীয় ক্রিকেটে এতদিনের অবদানের পর শেষে এই আমার প্রাপ্তি। একজন সম্মানীয় সাংবাদিকের থেকে এমন মেসেজ পেতে হচ্ছে। এই পথেই এগিয়েছে সাংবাদিকতা।”

[আরও পড়ুন: সদ্য অধিনায়কত্ব হারানো কোহলিকে ‘বিশেষ বার্তা’ যুবরাজের, জবাবে কী বললেন বিরাট?]

ঘটনার সত্যতা যাচাই করতে আসরে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যিনি এমন কাজ করেছেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ইতিমধ্যেই ঋদ্ধির সঙ্গে ফোনে এবং ই-মেলের মাধ্যমে যোগাযোগ করে বিসিসিআই। তবে ঋদ্ধি জানান, স্ক্রিনশট শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে আর কোনওরকম যোগাযোগ করেননি ওই সাংবাদিক। নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চাননি। সেই সঙ্গে আরও একবার স্পষ্ট করে দেন, বিসিসিআইয়ের তদন্তে তিনি সবরকম সহযোগিতা করবেন। কিন্তু সাংবাদিকের নাম প্রকাশ করতে অনিচ্ছুক ঋদ্ধিমান। “আমার মনে হয় প্রত্যেককে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। আমি ওই সাংবাদিককে সেই সুযোগই দিচ্ছি।”

এদিকে, অন্য এক সাক্ষাৎকারে ঋদ্ধি জানান, জাতীয় নির্বাচক প্রধান চেতন শর্মা নাকি তাঁকে জানিয়েছিলেন, পারফরম্যান্সের উপর তাঁর দলে সুযোগ পাওয়া নির্ভর করছে না। টিম ম্যানেজমেন্টই ঠিক করে ফেলেছে যে শুধু শ্রীলঙ্কা নয়, ভারতীয় দলে আর হয়তো খেলা হবে না ঋদ্ধিমানের।

[আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের আগে বেসামাল ভারতীয় ড্রেসিংরুম, এবার ছিটকে গেলেন সূর্যকুমার যাদব!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement