shono
Advertisement

Breaking News

এলেন, দেখলেন, জয় করলেন…! কামিন্সের ধামাকায় অনায়াসে মুম্বই বধ কেকেআরের

টপ অর্ডারের ব্যর্থতা ভুলিয়ে দিলেন প্যাট।
Posted: 11:05 PM Apr 06, 2022Updated: 11:23 PM Apr 06, 2022

মুম্বই ইন্ডিয়ান্স: ১৬১-৪ (সূর্য ৫২, তিলক ৩৮)
কেকেআর: ১৬২-৫ (কামিন্স ৫৬, ভেঙ্কটেশ আইয়ার ৫০)
কেকেআর ৫ উইকেটে জয়ী।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলেন, দেখলেন, জয় করলেন। তিনি প্যাট কামিন্স (Pat Cummins)। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। যার আসল কাজ উইকেট নেওয়া। সেই প্যাট কামিন্স অসাধ্যসাধন করলেন। প্রবল চাপের মধ্যে থেকে নাইটদের শুধু সহজ জয়ই এনে দিলেন না। সেই সঙ্গে গড়ে ফেললেন অনবদ্য রেকর্ডও। ৪ ওভার বাকি থাকতেই কেকেআর জিতল ৫ উইকেটে।

এদিন টস জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবং আগের ম্যাচগুলির মতোই দ্রুত কেকেআরকে (KKR) প্রথম উইকেট তুলে দেন উমেশ যাদব। ১২ বলে মাত্র ৩ রান করে আউট হন রোহিত (Rohit Sharma)। শুরুর দিকে রান রেটও বাড়াতে পারেনি মুম্বই। এদিন বল হাতে নজর কাড়েন তরুণ রাসিক সালেমও। যার ফলে প্রথম ১০ ওভারেও ৬০ রানের গণ্ডি পেরোতে পারেনি মুম্বই (Mumbai Indians)। একটা সময় মনে হচ্ছিল মুম্বই ১৪০ পেরোবে না মুম্বই। তবে, শেষদিকে ডেথ বোলারের অভাব ভোগাল কেকেআরকে। শেষ কয়েক ওভারে দ্রুত রান তুলে মুম্বই পৌঁছে যায় ৪ উইকেটে ১৬১ রানে।

[আরও পড়ুন: মাঠের ভিতরে প্রচুর গালাগালি দেন রোহিত! নতুন অধিনায়ককে নিয়ে বিস্ফোরক ঈশান কিষান]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি কেকেআরেরও। প্রথম চার ওভারে মাত্র ১৬ রান তোলে নাইটরা। প্যাভিলিয়নে ফিরে যান রাহানে। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং স্যাম বিলিংস শুরুটা ভাল করলেও দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। নীতীশ রানা (Nitish Rana) এদিন ফের ব্যর্থ হন। ব্যর্থ হন রাসেলও। রাসেল যখন আউট হলেন তখনও ৬০ রান দরকার ছিল নাইটদের। ক্রিজে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তখন ক্রিজে আসেন প্যাট কামিন্স। এই ম্যাচেই যিনি দীর্ঘ কোয়ারেন্টাইন কাটিয়ে মাঠে ফিরলেন। সেই কামিন্স এলেন, দেখলেন এবং জিতলেন। মাত্র ১৫ বলে ৫৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। তাঁর ১৪ বলে অর্ধশতরান করে আইপিএলের ইতিহাসের যুগ্ম দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি। যার ফলে ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে এলেন নাইটরা।

[আরও পড়ুন: রানে ফিরতে হলে এই কাজটি করতে হবে কোহলিকে, পরামর্শ ওয়াসিম আক্রমের]

জয়ের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে চলে গেল কেকেআর। শুধু তাই নয়, বড় জয়ের সুবাদে নেট রান রেটেও অনেকটা এগিয়ে গেল নাইটরা। তাছাড়া যেভাবে কামিন্স এদিন খেললেন, তাতে বেশ স্বস্তি পাবে কেকেআর শিবির। স্বস্তি পাবে ভেঙ্কটেশ আইয়ারকে রানে ফিরতে দেখেও। এদিনের জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খানও। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement