সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার আইপিএল (IPL) খেলতে নেমেই প্লে অফে জায়গা করে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তবে এলিমিনেটরে হেরে গিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন কে এল রাহুলরা। ২০২৩ সালের আগে নিজেদের দলে বেশ কয়েকটি পরিবর্তন করে লখনউ (Lucknow Super Giants)। নিকোলাস পুরান, জয়দেব উনাদকাটের মতো খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছে। গতবারে সাফল্য়ে ভর করে এবার কি ট্রফি জিততে পারবে সঞ্জীব গোয়েঙ্কার দল? একনজরে দেখে নেওয়া যাক লখনউ সুপার জায়ান্টসের শক্তি ও দুর্বলতা।
লখনউ সুপার জায়ান্টসের পুরো দল: কে এল রাহুল (KL Rahul), আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, মনন ভোরা, ড্যানিয়েল স্যামস, দীপক হুডা, করণ শর্মা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস, প্রেরক মানকড়, স্বপ্নিল সিং, নিকোলাস পুরান, কুইন্টন ডি’কক, অমিত মিশ্র, আবেশ খান, জয়দেব উনাদকাট, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, নবীন উল হক, রবি বিষ্ণোই, রোমারিও শেফার্ড, যশ ঠাকুর, যুধবীর সিং।
[আরও পড়ুন: IPL 2023: কেমন দল গড়ল ধোনির চেন্নাই? একনজরে দেখে নিন ইয়েলো আর্মির শক্তি-দুর্বলতা]
দলের শক্তি: লখনউ দলে রয়েছেন স্টইনিস, ক্রুণালের মতো কার্যকরী অলরাউন্ডার। ব্যাটে-বলে যেকোনোও সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাঁরা। এছাড়াও ব্যাটিং ওপেন করতে নামবেন কে এল রাহুল-কুইন্টন ডি’ককের শক্তিশালী জুটি। মিডল অর্ডারেও রয়েছেন বিস্ফোরক ব্যাটার নিকোলাস পুরান। আবেশ খান, রবি বিষ্ণোইয়ের মতো তরুণ বোলাররাও ম্যাচ জেতাতে পারেন।
দলের দুর্বলতা: আইপিএলের আগে সেভাবে ফর্মে নেই দলের কেউই। দীর্ঘদিন ধরে রান পাচ্ছেন না অধিনায়ক রাহুল। অন্যদিকে, ভারতীয় ব্যাটারদের মধ্যে সেভাবে বড় নাম নেই লখনউয়ের দলে। আয়ুষ বাদোনি, দীপক হুডার উপর প্রতি ম্যাচে ভাল খেলার চাপ থাকবে।
নজর কাড়তে পারেন যাঁরা: আবেশ খান ও রবি বিষ্ণোই গত কয়েকটি আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন। এবারেও তাঁরা বল হাতে দলকে জেতাতে পারেন। ভারতের মাটিতে ধারাবাহিকভাবে ভাল খেলছেন স্টইনিস। লখনউয়ের তুরুপের তাস হতে পারেন তিনি।
সম্ভাব্য একাদশ: কে এল রাহুল, কুইন্টন ডি’কক, আয়ুষ বাদোনি, দীপক হুডা, নিকোলাস পুরান, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস, রবি বিষ্ণোই, আবেশ খান, মার্ক উড, জয়দেব উনাদকাট।