shono
Advertisement

আর আইসোলেশন নয়, প্রথমবার কোভিড পজিটিভ হয়েও ম্যাচে খেললেন আইরিশ ক্রিকেটার

চলতি বিশ্বকাপে শর্তসাপেক্ষে খেলতে পারবেন কোভিড পজিটিভ ক্রিকেটাররা।
Posted: 02:34 PM Oct 23, 2022Updated: 02:45 PM Oct 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড আক্রান্ত হয়েই মাঠে নেমে খেললেন ক্রিকেটার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেই (T-20 World Cup) দেখা গেল এই দৃশ্য। সুপার ১২ পর্যায়ের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডের ম্যাচে খেলতে নামলেন জর্জ ডকরেল। তবে তাঁর দলের তরফে জানানো হয়েছে, মারাত্মক কিছু উপসর্গ ছিল না জর্জের। সেই জন্যই তাঁকে মাঠে নেমে খেলার অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপ থেকেই কোভিড আক্রান্ত খেলোয়াড়দের মাঠে নেমে খেলার অনুমতি দিয়েছে আইসিসি।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে আয়ারল্যান্ড ক্রিকেট সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, কোভিড আক্রান্ত হয়েছেন জর্জ ডকরেল। বিবৃতি দিয়ে বলা হয়, “খুবই সামান্য উপসর্গ রয়েছে ডকরেলের। দলের সঙ্গে থাকা মেডিক্যাল টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে। কোভিড (Covid) আক্রান্ত ক্রিকেটারের জন্য যা যা নিয়ম রয়েছে, সবকিছুই মেনে চলা হচ্ছে।” প্রসঙ্গত, মাঠে নেমে খেললেও অন্যান্য ক্রিকেটারদের সংস্পর্শে আসতে পারবেন না কোভিড আক্রান্ত ক্রিকেটার।

[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে নজর থাকবে এই পাঁচ মিনি লড়াইয়ের দিকে, ভাগ্য বদলাবেন কারা?]

বিশ্বকাপ চলাকালীন যখন নানা জায়গায় যাবে টিম, সেই সময়েও আলাদাভাবেই চলাফেরা করতে হবে আক্রান্ত ক্রিকেটারকে। আইসিসি নিযুক্ত বায়ো সেফটি অ্যাডভাইসরি গ্রুপই সিদ্ধান্ত নেবে, কোভিড আক্রান্ত ক্রিকেটার মাঠে নেমে খেলতে পারবে কিনা। তবে উপদেষ্টা কমিটির তরফে যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, ক্রিকেটার কোভিড আক্রান্ত হলে প্রতিপক্ষ দলকে সেই খবর জানিয়ে দিতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ম্যাচের আম্পায়ার ও মাঠকর্মীদেরও আক্রান্ত ক্রিকেটারের বিষয়ে জানাতে হবে।

তবে কোভিড আক্রান্ত হয়ে মাঠে নেমেও বিশেষ সুবিধা করতে পারেননি জর্জ। ১৬ বলে মাত্র ১৪ রান করেন তিনি। অলরাউন্ডার হলেও রবিবারের ম্যাচে বল করেননি তিনি। শ্রীলঙ্কার কাছে গো হারান হেরেছে আয়ারল্যান্ড (Sri Lanka vs Ireland)। লঙ্কা বোলার দাপটে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় তারা। সহজ রানের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত ব্যাট করেন ছন্দে থাকা কুশল মেন্ডিস। তাঁর অপরাজিত ৬৮ রানের সুবাদেই নয় উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

[আরও পড়ুন:একা নোরা ফতেহি নন, কাতার বিশ্বকাপের উদ্বোধনে থাকছেন একঝাঁক বলিউড তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement