স্টাফ রিপোর্টার: লিগ টেবিল অনুযায়ী, ৯ নম্বর দলের সঙ্গে লড়াই একধাপ নিচে থাকা ক্লাবের। একটা ক্লাব শেষ ম্যাচে ২ গোলের লিড নিয়েও ম্যাচ হেরেছে। আরেকটা ক্লাবের হারের হ্যাটট্রিক হয়েছে শেষ ম্যাচে। এমনিতে বিশ্বকাপের বাজারে এমন দুই দলের ম্যাচ নিয়ে কারও আগ্রহ থাকার কথা নয়। তবে যেহেতু দুটো ক্লাব যথাক্রমে ইস্টবেঙ্গল আর জামশেদপুর এফসি (Jamshedpur FC), তাই সামান্য হলেও উত্তেজনা রয়েছে রবিবাসরীয় লড়াই নিয়ে।
লিগ টেবিলে একধাপ নিচে থাকলেও, জামশেদপুরের সঙ্গে লড়াইটা যে সহজ হবে না, তা জানেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। নিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “জামশেদপুর গতবার লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন। ফলে ওদের শক্তি নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা ওদের হালকা ভাবে নেওয়ার ভুল করব না।”
[আরও পড়ুন: মেসির টানে…! বিশ্বকাপে ২৮ বছরের রেকর্ড ভাঙল মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচের দর্শকসংখ্যা]
আইএসএলের (ISL 2022-23) শুরু থেকে একটা বিষয়েই ধারাবাহিক স্টিফেনের ইস্টবেঙ্গল (East Bengal)। সেটা হল, প্রতি ম্যাচেই প্রথম একাদশে বদল হয়েছে লাল-হলুদের। জামশেদপুর ম্যাচও ব্যতিক্রম নয়। রেড মাইনার্স ব্রিগেডের বিরুদ্ধে ডিফেন্সে একজোড়া বদলের পথে ইস্টবেঙ্গল। চোট কাটিয়ে ফিরছেন জেরি লালরিনজুয়ালা। ফলে লেফট ব্যাকে প্রীতম সিং বাদ পড়বেন। আবার ওড়িশা এফসি ম্যাচের রাইট ব্যাক অঙ্কিত মুখোপাধ্যায়কে দলের সঙ্গেই আনা হয়নি। তাঁর বদলে সার্থক গোলুই ফিরতে পারেন। তবে চারালাম্বোস কিরিয়াকুর খেলা নিয়ে প্রশ্ন রয়েছে।
সাংবাদিক সম্মেলনে কোচ স্টিফেন বলে গিয়েছেন, “জেরিকে পাব। তবে কিরিয়াকু নিয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে। ওর চোখের নিচে স্টিচ রয়েছে। আমাদের সাবধানে পদক্ষেপ করতে হবে।” কিরিয়াকু শেষ পর্যন্ত না খেললে মাঝমাঠে জর্ডন ও’ডোহার্টির সঙ্গে জুটি বাঁধতে পারেন অ্যালেক্স লিমা। তবে মাঝমাঠ বা আক্রমণে আর কোনও বদল হওয়ার সম্ভাবনা কম।