ইস্টবেঙ্গল: ১০
খিদিরপুর: ১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্সে দুর্বল খিদিরপুরকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবির মঙ্গলবার খিদিরপুরকে হারাল ১০-১ গোলে। প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করলেন পি ভি বিষ্ণু এবং মহিতোষ।
কলকাতা লিগে গোটা মরশুম ভালই ফর্মে ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। শুধু সুপার সিক্সের প্রথম ম্যাচে মহমেডানের বিরুদ্ধে হারের ফলে তাদের লিগ জয়ের অঙ্ক জটিল হয়ে গিয়েছে। লিগের লড়াইয়ে টিকে থাকতে হলে মঙ্গলবার খিদিরপুরকে শুধু হারালেই হত না, বড় ব্যবধানে হারাতে হত। আর সেটাই করল বিনো জর্জ ব্রিগেড। ইস্টবেঙ্গল কার্যত উড়িয়ে দিল দুর্বল খিদিরপুরকে।
[আরও পড়ুন: মসজিদে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি! কর্নাটকে গ্রেপ্তার ২]
এদিন ম্যাচের একেবারে শুরু থেকে মার মার কাট কাট ভঙ্গিমায় নেমে পড়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের মাত্র ৫ মিনিটেই প্রথম গোলটি পেয়ে যায় তারা। লাল-হলুদ শিবিরের দ্বিতীয় গোলটি আসে ২০ মিনিটে। দুটি গোলই করেন বিষ্ণু। ম্যাচের ৩৬ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। বিষ্ণুর (PV Vishnu) হ্যাটট্রিকের পর প্রথমার্ধের শেষ কয়েক মিনিটেই হ্যাটট্রিক করে ফেললেন ইস্টবেঙ্গলের মহিতোষ। তিনি গোল করলেন ৩৯, ৪৪ এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে। এই প্রথমবার কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দুই তারকা একই অর্ধে হ্যাটট্রিক করলেন। এর মাঝে অবশ্য ৪৩ মিনিটে একটি গোল শোধ করে খিদিরপুর।
[আরও পড়ুন: ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানার বিরুদ্ধে চার্জশিট মুম্বই পুলিশের]
এখানেই শেষ নয়, দ্বিতীয়ার্ধেও গোল করার গতি কমায়নি লাল-হলুদ। দ্বিতীয়ার্ধেও তারা করে চারটি গোল। এর মধ্যে দুটি গোল করেন সুহের, একটি গোল করেন জেসিন টিকে এবং একটি গোল করেন বিষ্ণু। অর্থাৎ সব মিলিয়ে চারটে গোল করলেন বিষ্ণু। ১০-১ গোলে জেতায় ইস্টবেঙ্গল লিগ জয়ের দৌড়ে টিকে রইল। আপাতত তাঁরা পয়েন্ট টেবিলে ২ নম্বরে।