shono
Advertisement

সেরার সেরা বুমরাহ, ‘বিশ্বজয়ী’ ভারতের তারকা পেসার

বিশাখাপত্তনমে দুরন্ত বোলিংয়ের জন্য আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন বুমরাহ।
Posted: 02:10 PM Feb 07, 2024Updated: 05:32 PM Feb 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করলেন। সেরার সেরা তিনিই। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুমরাহর দুরন্ত পারফরম্যান্স তাঁকে নিয়ে যায় আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। বুমরাহর আগে কোনও ভারতীয় বোলার এমন নজির গড়তে পারেননি। প্রথম ভারতীয় পেসার হিসেবে প্রথমবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি। 
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতে ১০৬ রানে। ম্যাচে ৯১ রানে ৯টি উইকেট নেন বুমরাহ। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিন ধাপ উপরে উঠে এসে শীর্ষস্থান দখল করলেন। দ্বিতীয় টেস্টে ৯ উইকেট দখল করার ফলে ম্যাচের সেরাও হন তিনি।

Advertisement

[আরও পড়ুন: চোট আঘাতের সমস্যা মোহনবাগানে, হায়দরাবাদ ম্যাচে ঝুঁকি নিতে চান না হাবাস]

সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্টে বুমরাহই এখন একনম্বর বোলার। গত বছরের মার্চ থেকে অশ্বিন একনম্বর স্থান দখল করে রয়েছেন। সিংহাসনচ্যুত হন ভারতের তারকা স্পিনার। অশ্বিন নেমে যান তিন নম্বরে। দুনম্বরে উঠে আসেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও হ্যাজলউড রয়েছেন যথাক্রমে চার ও পাঁচ নম্বরে। 

এই প্রথমবার বুমরাহ আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন। অতীতে তৃতীয় স্থানের বেশি এগোতে পারেননি তিনি। কিন্তু বিশাখাপত্তনমে বুমরাহ নিজেকেও ছাপিয়ে গেলেন। তারই ফলশ্রুতি আইসিসির র‌্যাঙ্কিংয়ে।  

[আরও পড়ুন: মহারাষ্ট্রে জোর নাটক, বিজেপির হাত ধরবে রাজ ঠাকরের এমএনএস!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement