সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের নিগ্রহের শিকার জোয়ালা গুট্টা। এবার মায়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে পড়লেন সমালোচনার মুখে। এমনকী তাঁকে মোদি বিরোধী ও দেশদ্রোহী তকমাও দিতে ছাড়েননি নেটিজেনরা।
Mother joins the madness
@insigutta pic.twitter.com/XrGxpLAK3y
— Gutta Jwala (@Guttajwala) July 11, 2017
ঘটনার সূত্রপাত এক মজার ভিডিও পোস্ট থেকে। নিজের টুইটার হ্যান্ডেলে সেটি পোস্ট করেছিলেন ভারতীয় শাটলার। মাকে নিয়ে মজা করে গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে। নিছকই ঘরোয় ভিডিও, কিন্তু তা থেকেই জমে ওঠে বিতর্ক। ভিডিও দেখামাত্র এক নেটিজেন জানান, জোয়ালার মা চিনা মহিলা বলেই কি মোদির বিরোধিতা করেন তিনি? এমনকী এ কারণেই তাঁকে কেউ কেউ দেশদ্রোহী বলেও অভিহিত করেন। প্রত্যাশিতভাবেই এর কড়া জবাব দেন জোয়ালা। প্রথমে রেগে ওই নেটিজেনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পরে অবশ্য টুইট করে বুঝিয়ে দেন, এ নিয়ে বলে কোনও লাভ নেই। প্রসঙ্গের ইতি টানেন তিনি নিজেই।
সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের নিগ্রহের শিকার যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মহম্মদ শামি থেকে মহম্মদ কাইফ কেউই এর ব্যতিক্রম নন। সাম্প্রতিক অতীতে এই প্রবণতা আরও বাড়ছে। এর আগেও সমালোচনার শিকার হয়েছিলেন জোয়ালা। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
The post ‘মা চিনের মহিলা বলেই কি মোদি বিরোধিতা করেন?’ প্রশ্নের মুখে জোয়ালা appeared first on Sangbad Pratidin.