সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএসজি-র (PSG) হয়ে গত মরশুমে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ (Champions League)। তবে ৩৬ বছর বয়সী মহাতারকা পিএসজি-র স্বপ্নপূরণ করতে না পারলেও আর্জেন্টিনাকে (Argentina) বিশ্বকাপ এনে দিয়ে ৩৬ বছরের দুঃখ ঘুচিয়েছেন। লা আলবিসেলেস্তেদের করেছেন ফের একবার বিশ্বজয়ী।
ক্লাবের হয়ে তেমন দুর্দান্ত সময় না কাটালেও গত বছরের ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জিতে উয়েফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন দে ব্রুইন (Kevin De Bruyne) ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড (Erling Halland)। ২০২২-২৩ মরশুমে দুজনে ম্যাঞ্চেস্টার সিটি-র হয়ে জিতেছেন ট্রেবল। সিটি প্রথমবারের মতো এক মরশুমে জিতে নেয় প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ। সিটিজেনদের এই ইতিহাস গড়া অভিযানে দে ব্রুইন ও হালান্ড ছিলেন অদম্য।
[আরও পড়ুন: ২৫ বেডরুমের প্রাসাদ, সুইমিং পুল থেকে প্রাইভেট জেট, কন্টিনেন্টাল জিটি! নেইমারকে কী কী সুবিধা দিচ্ছে আল হিলাল?]
মেসি, দে ব্রুইন ও হালান্ড কে কত ভোট পেয়েছেন সেটি জানা যাবে ৩১ আগস্ট। মোনাকোর গ্রিমাল্দির ফোরামে মরশুমে উয়েফা চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ড্র ঘোষণার দিন জানানো হবে উয়েফার বর্ষসেরার নাম। জাতীয় দল ও ক্লাব কেরিয়ারের গত ১২ মাসের পারফরম্যান্স বিচার করে প্রতি বছর এই পুরস্কার দেয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
এই মনোনয়নে চতুর্থ স্থানে আছেন জার্মানি ও ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। বর্তমানে বার্সেলোনায় আসা এই তারকা পেয়েছেন ১২৯ পয়েন্ট। স্পেনের আরেক সিটি মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১০ পয়েন্ট। ছয়ে থাকা ফ্রান্সের পিএসজি-র ফরোয়ার্ডের পয়েন্ট ৮২। ৩৩ পয়েন্ট পেয়ে সাতে ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ।
উয়েফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় মনোনয়ন পেয়েছেন ম্যাঞ্চেস্টার সিটি-র স্প্যানিশ কোচ পেপগুয়ার্দিওলা, ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট এনে দেওয়া সিমোনে ইনজাঘি ও তিন দশক পর নাপোলিকে সিরি ‘আ’ জেতানো লুসিয়ানো স্পেলেত্তি।
২০২২-২৩ মরশুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের মনোনীতরা
কেভিন দে ব্রুইন (বেলজিয়াম ও ম্যাঞ্চেস্টার সিটি)
লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি, বর্তমানে ইন্টার মিয়ামি)
আর্লিং হালান্ড (নরওয়ে ও ম্যাঞ্চেস্টার সিটি)