সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬ বছরের খরা কাটল। স্বর্গ থেকে দলের বিশ্বকাপ (FIFA World Cup) জয় দেখলেন দিয়েগো মারাদোনা। শাপমুক্তি হল মেসির। রবিবারের পর থেকে বন্ধ হবে নীল সাদা জার্সিতে দুই কিংবদন্তির তুলনা। জীবনের শেষ বিশ্বকাপে এসে ট্রফি জিতে নিল পাঁচ ফুট সাত ইঞ্চির শরীরটা। তবে সোনালি ট্রফি জয় ছাড়াও একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়লেন প্যারিস সাঁ জারম তারকা। পেলে, পাওলো মালদিনি, লোথার ম্যাথেউজের মতো কিংবদন্তিকে পিছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্মরণীয় করে রাখলেন।
১. বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ: ফাইনালের বাঁশি বাজার আগেই নয়া নজির গড়ে ফেলেছিলেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। ২০০৬ সাল থেকে মোট ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথেউজের ২৫ ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিলেন।
২. বিশ্বকাপের মাঠে সবচেয়ে বেশি সময়: ২২১৭ মিনিট ধরে বিশ্বকাপে খেলেছেন ইটালির পাওলো মালদিনি। ফাইনাল ম্যাচের প্রথমার্ধেই সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি (Lionel Messi)। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে খেলা ফুটবলার হলেন তিনি।
[আরও পড়ুন: দর্শক হিসেবে রাশিয়া বিশ্বকাপে গিয়েছিলেন, চার বছর পরে মেসির মসিহা মার্টিনেজ]
৩. বিশ্বকাপে দলের গোলে সর্বাধিক অবদান: গোল করা এবং করানো- দুই মিলিয়ে বিশ্বকাপে এগিয়ে ছিলেন পেলে। ২২টি গোল আর অ্যাসিস্ট ছিল ফুটবল সম্রাটের নামের পাশে। বিশ্বকাপ ফাইনালে দু’টি গোল করে পেলেকে ছুঁয়ে ফেললেন মেসি। পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করে পেলেকে ছুঁয়ে ফেললেন পেলেকে।
৪. বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়: বিশ্বকাপের মঞ্চে ১৭টি ম্যাচ জিতেছিলেন জার্মানির মিরাস্লোভ ক্লোসে। ফাইনাল ম্যাচে জয় পেয়ে সেই কীর্তি ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বকাপে (Qatar World Cup) সবচেয়ে ম্যাচ জয়ের রেকর্ড রইল মেসির নামের পাশেও। ১৭ তম ম্যাচ জিতে বিশ্বকাপ ট্রফি তুলে নিলেন ফুটবলের রাজপুত্র।
৫. বিশ্বকাপে সবচেয়ে কম বয়সি ফুটবলার হিসাবে একই ম্যাচে গোল আর অ্যাসিস্ট করার রেকর্ড ছিল মেসির। ২০০৬ সালে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে এই রেকর্ড করেছিলেন তিনি। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসাবেও সেই একই রেকর্ড গড়ে বিশ্বকাপের মঞ্চকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা।
৬. বিশ্বকাপের সর্বোচ্চ গোল্ডেন বল অ্যাওয়ার্ড: ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টে প্রথম ফুটবলার হিসাবে দু’বার গোল্ডেন বল জিতলেন মেসি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছিলেন ২০১৪ সালে। তবে সেবার বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছিল। আট বছর পরে আবার টুর্নামেন্টের সেরা মেসি। বিশ্বকাপের সঙ্গে গোল্ডেন বল নিয়ে দেশে ফিরবেন তিনি।
তবে সর্বোচ্চ গোলদাতার সোনার বুট পাওয়া হল না ফুটবলের রাজপুত্রের। ফাইনালে তিন গোল করলেন কিলিয়ান এমবাপে। ফাইনালে একাই তিন গোল করলেও দলকে ট্রফি জেতাতে পারলেন না প্যারিসে মেসির সতীর্থ। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারের ট্রফি নিয়েই খুশি থাকতে হল তাঁকে। ঠিক যেভাবে ২০১৪ সালে অধরা বিশ্বকাপের দিকে তাকিয়ে সোনার বল হাতে তুলে নিতে হয়েছিল তাঁর অগ্রজ মেসিকে।
[আরও পড়ুন: পেলের মতো ছেলে! মেসি-টাইম, রোনাল্ডো-মুহূর্ত ফুরোলেও সেরার শিরস্ত্রাণ থাকছে এমবাপের মাথায়]