সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final) হারের পরেই মহা ম্যাচের কেন্দ্র নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সাংবাদিক সম্মেলনে এসে বলেন, ইংল্যান্ড ছাড়াও অন্য কোনও দেশেও এই ফাইনাল আয়োজন করা যেতে পারে। তারপর থেকেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে, কেন বারবার ইংল্যান্ডেই ফাইনাল খেলে বিশ্বের সেরা দুই টেস্ট দল? প্রসঙ্গত, ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কেন্দ্র হিসাবে ইতিমধ্যেই লর্ডসের (Lords Cricket Ground) নাম ঘোষণা করেছে আইসিসি। ফলে পরপর তিনবার এই ফাইনাল আয়োজন করতে চলেছে ইংল্যান্ড।
ফলে প্রশ্ন উঠছে, বারবার কেন সুইং সহায়ক ইংল্যান্ডে গিয়েই খেতাবি লড়াইয়ে নামতে হবে দুই দলকে? প্রশ্নের উত্তরে আইসিসি জানিয়েছে, এই ম্যাচের সময় দেখেই ইংল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রতিনিধি ওয়াসিম খান বলেন, ” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্যালেন্ডারের উপর ভিত্তি করেই ফাইনালের কেন্দ্র ঠিক করা হয়। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, সেই সময়েই ফাইনাল ম্যাচ হয়। ফলে আবহাওয়ার বিচারে সবচেয়ে ভাল পরিস্থিতি থাকে ইংল্যান্ডে। যদিও আগামী দিনে অন্যান্য কেন্দ্রেও এই ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি।”
[আরও পড়ুন: পরপর দুই রাজ্যে ব্যর্থ, লোকসভা ভোটের ১ বছর আগেই দেশজুড়ে সংগঠনে ঝাঁকুনি বিজেপির]
তবে এই দাবি নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাবা বসিয়েছিল বৃষ্টি। প্রায় দু’দিন খেলা বন্ধ ছিল। সদ্যসমাপ্ত ফাইনালও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, আইসিসির দাবি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠের সুবিধা পাবে না কোনও দলই। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ইংল্যান্ড ফাইনালে উঠলে কী হবে? লর্ডসের মাঠে চেনা পরিবেশেই খেলতে নামবে তারা?
এহেন পরিস্থিতিতে ফাইনালের কেন্দ্র বদল করা হতে বলেই শোনা গিয়েছে। আইসিসি সূত্রের দাবি, ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে তাহলে বিকল্প কেন্দ্রের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় এই মহাম্যাচ খেলা হতে পারে। যদিও এখনও সরকারিভাবে কিছুই জানা যায়নি। প্রসঙ্গত, ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে হারের পরেই দু’বছর ব্যাপী টুর্নামেন্টের কেন্দ্র ও সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।