shono
Advertisement

কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা হচ্ছে! IFA-কে তুলোধোনা মদন মিত্রর, ধরনায় বসার হুঁশিয়ারি

ঠিক কোন ইস্যুতে ক্ষুব্ধ কামারহাটির বিধায়ক?
Posted: 06:47 PM Nov 28, 2023Updated: 07:59 PM Nov 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের প্রথম ডিভিশনে গড়াপেটার অভিযোগ তুললেন মদন মিত্র। সব জেনেও কোনও পদক্ষেপ করছে না আইএফএ (IFA)। এমনই বিস্ফোরক দাবি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা কামারহাটির বিধায়কের।

Advertisement

মঙ্গলবার বিস্ফোরক ফেসবুক লাইভ করবেন। আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেই মতোই লাইভে কার্যত বোমা ফাটালেন তিনি। তাঁর দাবি, টেবিলের তলা দিয়ে খেলা চলছে। আর সেই কারণেই সুপার সিক্সে উঠতে পারেনি মদন মিত্রর (Madan Mitra) বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব। তাঁর দলের বিরুদ্ধে দল নামায়নি মহামেডান। অন্যদিকে দুটি ম্যাচে ১৩ গোল করে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে অনুশীলনী ক্লাব। মহামেডানের সঙ্গে খেলা ভেস্তে যাওয়ায় গোল পার্থক্যে পিছিয়ে পড়ে বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব। সেই কারণেই গড়াপেটার অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, এনিয়ে পদক্ষেপ করা না হলে আইএফএ-র সামনে ধরনায় বসা এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মদন মিত্র।

[আরও পড়ুন: বালুরা চোর, বিশ্বাস করেন না মমতা, ‘গ্রেপ্তার হওয়া নেতাদের পাশে নেই দল’, উলটো সুর বাবুলের]

এদিন তিনি আইএফএ-র উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “রাজ্যের ফুটবলের জন্য কী করেছে তারা? ভারতীয় ফুটবলের জন্যই বা কী করেছে? উত্তর দিন। প্রয়োজনে আমি ধরনায় বসব। কী করবেন, গুলি চালাবেন?” ৯টা ম্যাচে একটা দল ১০টা গোল করল। অথচ ১১টা ম্যাচে ২৩টা গোল হয়ে গেল। অর্থাৎ অনুশীলনী ক্লাবকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগই করেছেন তিনি। মহামেডান দল না নামানোর বিষয়টি নিয়েও তোপ দাগেন তিনি। সুবিচার পেতে আদালতের দ্বারস্থ হবেন বলেও সাফ জানিয়ে দেন মদন মিত্র। এদিন এহেন অভিযোগের প্রেক্ষিতে আইএফএ জানিয়ে দেয়, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করা হবে।

[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে উল্লাস! কাশ্মীরে গ্রেপ্তার ৭ পড়ুয়া]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement