সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে (Emi Martinez) নিয়ে দলবদলের বাজার উত্তপ্ত। বিলেতের পত্রপত্রিকায় লেখা হয়েছে ‘দিবু’কে পাওয়ার জন্য রীতিমতো দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও চেলসির (Chelsea) মধ্যে।
কাতার বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মার্টিনেজ। ফাইনালে মার্টিনেজ হয়ে উঠেছিলেন অসাধারণ। নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি। অতিরিক্ত সময়ে তাঁর বাঁ পা বাঁচিয়েছিল আর্জেন্টিনাকে। আর টাইব্রেকারে মার্টিনেজ নিজেকে নিয়ে গিয়েছিলেন ধরাছোঁয়ার বাইরে।
[আরও পড়ুন: শুরুতেই সমস্যা, কলকাতা লিগে পিছোতে পারে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ!]
সেই মার্টিনেজের দর যে বাড়বে দলবদলের বাজারে তা তো বলাই বাহুল্য। তাঁকে দলে পাওয়ার জন্য যে একাধিক বিখ্যাত ক্লাব ঝাঁপাবে, তা জানা কথাই। সেই কারণেই এমি মার্টিনেজকে নিয়ে জোর লড়াই শুরু হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার ও চেলসির মধ্যে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলকিপার ডেভিড দ্য হেয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। পত্রপত্রিকায় যা খবর, তাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রায় এক যুগের সম্পর্ক শেষ হতে চলেছে দ্য হেয়ার। আর ডেভিড দ্য হেয়ার সঙ্গে নতুন করে আর চুক্তি যদি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড না করে, তাহলে অ্যাস্টন ভিলার তারকা গোলকিপারকে দেখা যেতেই পারে ইউনাইটেডে।
তবে বিলেতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্টিনেজকে খুব সহজে কিন্তু পাবে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কারণ মার্টিনেজকে সই করানোর দৌড়ে রয়েছে চেলসিও। চেলসির কোচ মরিসিও পচেত্তিনো নিজে একজন আর্জেন্টাইন। ফলে অনেকেই মনে করছেন আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর জন্য চেলসিতে আসতেও পারেন দিবু মার্টিনেজ।
শেষপর্যন্ত মার্টিনেজকে নিয়ে জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।