স্টাফ রিপোর্টার: আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই প্রতিপক্ষকে ৫ গোল। সুপার কাপেও যে জুয়ান ফেরান্দোর ছেলেরা ঝড় তুলতে চলেছেন, তা গোকুলাম কেরল ম্যাচেই পরিষ্কার হয়ে গিয়েছে। এবার জামশেদপুর এফসির বিরুদ্ধেও সেই ফর্ম ধরে রেখে শেষ চারের টিকিট একপ্রকার নিশ্চিত করাই লক্ষ্য মোহনবাগানের (Mohun Bagan)।
এবারের আইএসএলে একেবারেই নজর কাড়তে পারেনি গতবারের লিগ শিল্ডজয়ী জামশেদপুর (Jamshedpur FC)। টানা হারের ধাক্কায় লিগ টেবিলে ৯ নম্বরে শেষ করেছে তারা। কিন্তু সুপার কাপে প্রথম ম্যাচেই চমকে দিয়েছে স্টিল সিটির দলটি। মোহনবাগানের মতো তারাও পাঁচবার কাঁপিয়েছে প্রতিপক্ষ এফসি গোয়ার জাল। শুক্রবারের লড়াইয়ের আগে বিষয়টি মাথায় রাখছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তাঁর কথায়, “জামশেদপুরকে হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই! ওদের খেলায় পরিকল্পনার ছাপ স্পষ্ট। বিশেষত ওদের দুই ফরোয়ার্ডই বেশ অভিজ্ঞ।”
[আরও পড়ুন: রোনাল্ডোর সঙ্গে ঝামেলার জের, চাকরি গেল আল-নাসের কোচ রুডি গার্সিয়ার]
আইএসএলে (ISL 2022-23) ধারবাহিক ব্যর্থতার পর সুপার কাপে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন লিস্টন কোলাসো। গোকুলামের বিরুদ্ধে দুর্দান্ত দু’টো গোল করেছেন তিনি। গোল করেছেন মনবীর সিং, কিয়ান নাসিরির মতো ভারতীয় তারকারাও। মরশুমের শুরু থেকে কিয়ান, লিস্টনদের খেলানো নিয়ে সমালোচনা হয়েছে ফেরান্দোর। কিন্তু নিজের পরিকল্পনা মেনেই এগিয়ে চলেছেন এই স্প্যানিশ কোচ। তার ফলও পেলেন সুপার কাপের শুরুতে। তবে গোকুলাম ম্যাচের সাফল্য ভুলে দলের পুরো মনযোগ জামশেদপুর ম্যাচেই দিতে চাইছেন ফেরান্দো। “আমরা একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছি। তাই এখন ফোকাস শুধু জামশেদপুর ম্যাচে। আশা করছি শেষ ম্যাচের ফর্ম ধরে রাখতে পারবে ছেলেরা।”
তবে জামশেদপুর নয়, শুক্রবার কোঝিকোড়ে ফেরান্দোর প্রধান মাথাব্যথা প্রথম একাদশ নির্বাচন। জেটল্যাগের জন্য আগের ম্যাচে দিমিত্রি পেত্রাতোসকে বাইরে রেখেছিলেন মোহনবাগান কোচ। সদ্য চোট কাটিয়ে ফেরা আশিক কুরুনিয়ান, বিশাল কাইথদের গোকুলামের বিরুদ্ধে বিশ্রাম দিয়েছিলেন ফেরান্দো। তারপর অবশ্য পুরোদমেই প্র্যাকটিস শুরু করেছেন দিমিত্রি, আশিকরা। অবশ্য জামশেদপুরের বিরুদ্ধে প্রত্যাবর্তনের সম্ভাবনা আছে শুধু দিমিত্রিরই। বিশেষত লিস্টন-কিয়ানরা যে পারফরম্যান্স উপহার দিয়েছেন আগের দিন, তাতে তাঁদের বসানো মুশকিল। ফেরান্দো আগেই ইঙ্গিত দিয়েছেন, মরশুমের শেষদিকে সব ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন।
আজ টিভিতে:
জামশেদপুর এফসি বনাম মোহনবাগান
রাত ৮.৩০, সোনি স্পোর্টস ২