shono
Advertisement

Breaking News

ওড়িশার বিরুদ্ধে এএফসি-র বদলা নয়, ফেরান্দোর মাথায় আকাঙ্ক্ষার তিন পয়েন্ট

মনবীর কি ফিরবেন?
Posted: 01:46 PM Dec 06, 2023Updated: 01:46 PM Dec 06, 2023

প্রসূন বিশ্বাস: পাঁচে পাঁচের পর এবার কি লক্ষ্য ছয়ে ছয়? মঙ্গলবার সন্ধ্যায় মোহনবাগান লনে দাঁড়িয়ে থাকা এক নবীন সমর্থক যথেষ্টই উত্তেজিত হয়ে বলছিলেন, “বুধবার যে করেই হোক ওড়িশাকে (Odisha FC) পাঁচ গোলের উত্তর দিতেই হবে।” বেঞ্চিতে বসে থাকা কয়েকজন প্রবীণ আবার স্মৃতি থেকে নামিয়ে আনছিলেন সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্যদের উদাহরণ। অবশ্য যখন মোহনবাগান (Mohunbagan) লনে এমন আলোচনা তুঙ্গে, ঠিক তখন মাঠে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করছেন আর্মান্দো সাদিকুরা।

Advertisement

মাঠ থেকে লনের দিকে সাংবাদিকদের আসতে দেখেই এক পাকাচুলের সদস্য জিজ্ঞাসা করে বসলেন, “মনবীর আর দিমিত্রি পেত্রোতাসের চোট কেমন? অনুশীলন করছেন?” উত্তরে যখন শুনলেন দিমিত্রি দলের সঙ্গে নয় ফিজিওর কাছে আলাদা অনুশীলন করছেন, তখন যেন হতাশা ঝরে পড়ল তাঁদের গলায়। তবে পাশাপাশি যখন শুনলেন আরেক স্ট্রাইকার মনবীর পুরো অনুশীলন করছেন, তখন যেন কিছুটা স্বস্তি, “যাক বাবা মনবীরটা তাহলে ফিরছে।”

তার কিছু আগে দলের কোচ জুয়ান ফেরান্দো জানিয়ে গিয়েছেন, মেডিক্যাল স্টাফদের সঙ্গে কথা না বলে এখনই বলতে পারবেন না মনবীরের চোটের অবস্থা কেমন। তবে এএফসি কাপে ওড়িশা ম্যাচের পর সমর্থকরা এই লড়াইকে বদলার ম্যাচ হিসাবে দেখলেও মোহনবাগান কোচ সে ভাবে ভাবতে নারাজ। আর পাঁচটা ম্যাচ নিয়ে যেমন প্রস্তুতি নেন, ঠিক তেমনই প্রস্তুতি নিয়েছেন এই ম্যাচেও। তিনি বলেন, “অন্য ম্যাচের আগে যেরকম প্রস্তুতি নিয়ে থাকি, ঠিক একইভাবে এই ম্যাচ নিয়েও প্রস্তুতি নিয়েছি। গুরুত্বপূর্ণ ম্যাচ। এএফসি কাপের ম্যাচটা এখন অতীত। এএফসি কাপ ভুলে ফোকাস এখন আইএসএলে। তিন পয়েন্টের দিকে তাকাতে চাই।” 

[আরও পড়ুন: কতদিন আইপিএল খেলবেন? টুর্নামেন্টে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন ম্যাক্সওয়েল]

হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জেসন কামিংসের মতো ফুটবলাররা থাকা সত্ত্বেও রক্ষণের ফুটবলারদের থেকে গোল এসেছে। তা নিয়ে অবশ্য চিন্তিত নন মোহনবাগান কোচ। তিনি বলেন, “কে গোল করল সেটা বড় কথা নয়। আমরা সবাই মিলে কাজ করে চলেছি। দলগতভাবে জয় আসছে এটাই বড়। প্রয়োজনে সবাই আক্রমণে যাবে, আবার সবাই রক্ষণ সামলাবে।” দলের একাধিক ফুটবলারের চোট প্রসঙ্গে বলতে গিয়েও তিনি বলেন, দলে যে ফুটবলারদের পাওয়া যাবে তাদের ওপর ভিত্তি করেই প্রতি ম্যাচে পরিকল্পনা সাজানো হবে।

টানা পাঁচ ম্যাচ ইতিমধ্যেই জিতেছেন। ধারাবাহিকতা প্রসঙ্গে বলতে গিয়ে ফেরান্দো বলেন, “আইএসএলে ২২ ম্যাচ, সব ম্যাচে একই রকম ধারাবাহিকতা বজায় রাখতে হবে।” তবে প্রতিপক্ষের রয় কৃষ্ণ প্রসঙ্গ উঠতেই কিছুটা এড়িয়ে গেলেন সবুজ-মেরুন কোচ। যতই এড়িয়ে যান না কেন, রয় কৃষ্ণ যে বড় ফ্যাক্টর হবেন তা বলাই বাহুল্য। সাংবাদিক সম্মেলনে অনিরুদ্ধ থাপা বলেন, “ওড়িশার বিরুদ্ধে ওই ফলাফল এখন অতীত। অতীত ভুলে গিয়ে মঙ্গলবার তিন পয়েন্টের জন্য লড়ব। আমরা প্রতি ম্যাচেই নামি জেতার জন্যই।” 

[আরও পড়ুন: মোদির সঙ্গে করমর্দনের পর কেন ১০ মিনিট মঞ্চে একাই দাঁড়িয়েছিলেন কামিন্স? জানালেন সতীর্থ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement