shono
Advertisement

‘কঠিন লড়াই’, মুম্বই ম্যাচের আগে বলছেন মোহনবাগান কোচ ফেরান্দো

তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে চান ফেরান্দো।
Posted: 05:20 PM Dec 19, 2023Updated: 05:20 PM Dec 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ঘরের মাঠে গিয়ে ড্র করেছে ইস্টবেঙ্গল। এবার সেই মুম্বইয়ের বিরুদ্ধে বুধবার আইএসএলে নামছে মোহনবাগান (Mohun Bagan) । সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) এবং দলের তারকা ফুটবলার হুগো বুমো কিন্তু মনে করছেন, ম্যাচটা কঠিন হবে। এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে চান ফেরান্দোরা।
মুম্বই সিটি এফসি-র কোচ বদল হয়েছে। কোচ বদলের পর দুটি ম্যাচ ড্র করেছে মুম্বই। ফলে খুব একটা ভালো সময় যাচ্ছে না মুম্বই সিটি এফসির।
এই সুযোগে মুম্বই সিটি এফসি-কে হারানো সম্ভব। ফেরান্দো কিন্তু তা মনে করছেন না। স্পেনীয় কোচের মতে, ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারানো মোটেও সহজ কাজ হবে না। সবুজ-মেরুন কোচ বলেছেন, ”গত ম্যাচে ওরা ড্র করলেও প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে এবং অনেকগুলো সহজ সুযোগও পেয়েছিল। সে কথা মাথায় রেখেই নিজেদের তৈরি করছি আমরা। ঘরের মাঠে মুম্বই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী এবং বাইরের মাঠে খেলা সত্যিই কঠিন। আমাদের কাছে এটা একটা কঠিন চ্যালেঞ্জ।” 

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত! ২৪ ফুটবলারের সঙ্গে কথা বলতে উদ্যোগী ফেডারেশন]

ডুরান্ড কাপে মুম্বই সিটি হার মেনেছিল মোহনবাগানের কাছে। সেই ম্যাচের অ্যাকশন রিপ্লে কি দেখা যাবে? ফেরান্দো বলেন, ”ডুরান্ড কাপের থেকে এই ম্যাচ একেবারে আলাদা। আমার দল নিয়ে আমি সবসময়েই আত্মবিশ্বাসী। অতীত নিয়ে ভেবে লাভ নেই। ডুরান্ড কাপ ৩-৪ মাস আগে হয়ে গিয়েছে। ওরা ওদের কোচও বদলে ফেলেছে। তাই দুটো ম্যাচের মধ্যে বিস্তর পার্থক্য।”
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে মুম্বই সিটি এফসি। সেই অভিজ্ঞতা মুম্বই সিটি এফসি-কে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন ফেরান্দো। বাগান কোচ বলেন, ”এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট খেললে যে কোনও দলেরই উন্নতি ঘটে। মুম্বইয়ের ক্ষেত্রেও সেটা হয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার এটাই তো সুবিধা। আইএসএলে সেই সুবিধাও পাচ্ছে ওরা।”
চলতি লিগে দুরন্ত ছন্দে রয়েছেন মুম্বইয়ের তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। আগের ম্যাচে ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা স্টুয়ার্টকে কড়া পাহাড়ায় রেখেছিলেন। সবুজ-মেরুন বাহিনীও সে রকমই কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামবে কি না, তা জানতে চাইলে ফেরান্দো বলেন, ”প্রতিপক্ষের কোনও একজন ফুটবলারকে নিয়ে আলাদা করে বিশেষ পরিকল্পনা আমি কোনওদিনই করিনি। আমি পুরো দলকে নিয়ে পরিকল্পনা করি। ওদের রক্ষণ ও আক্রমণের কথা মাথায় রেখে আমি আমার দলকে তৈরি করি। এটাই ফুটবল।”
চলতি লিগে পাঁচটি ম্যাচ খেলে একটি গোল করেছেন বুমো। নিজের পারফরম্যান্স সম্পর্কে বুমো বলেন, “এই মরশুমে আমি সব ম্যাচে খেলতে পারিনি। কিন্তু যখনই মাঠে নেমেছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দলের জন্য খেলেছি। মাঝমাঠ থেকে গোলের সুযোগ তৈরির চেষ্টা করেছি, প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলও করেছি। এখন পর্যন্ত নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করেছি, পরের ম্যাচগুলোতেও একই চেষ্টা থাকবে।”

[আরও পড়ুন: হার্দিককে ক্যাপ্টেন করায় সূর্য-বুমরাহ-রোহিতরা মুম্বই ছাড়ছেন! কী বলছে ফ্র্যাঞ্চাইজি?]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement