shono
Advertisement

Breaking News

আর দেখা যাবে না লাস্যময়ী মডেলদের, ফর্মুলা ওয়ান-এ গ্রিড গার্লদের দিন ফুরোল

কাদের দেখা যাবে এবার? The post আর দেখা যাবে না লাস্যময়ী মডেলদের, ফর্মুলা ওয়ান-এ গ্রিড গার্লদের দিন ফুরোল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:36 PM Feb 11, 2018Updated: 06:13 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা স্পোর্টস চ্যানেলে ফর্মুলা ওয়ানের ভক্ত, তাঁদের কাছে এ দৃশ্য খুবই চেনা। পোল গ্রিডে পরপর দাঁড়িয়ে ঝাঁ-চকচকে ফর্মুলা ওয়ান গাড়ি। মার্সিডিজ, রেনো, ম্যাকলারেন, ফেরারি সংস্থার চালকরা সুসজ্জিত ড্রাইভার্স ভেস্ট পরে গাড়িতে বসে। ঠিক তাঁদের পাশেই বড় ছাতা হাতে দাঁড়িয়ে সুন্দরী মডেলরা। তাঁদের লাস্যে তখন ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রেসিং সার্কিটের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। সদাহাস্য সেই রমণীদের জন্যই আলাদা জৌলুস রয়েছে ফর্মুলা ওয়ান রেসিংয়ের। পোশাকি ভাষায় সেই গ্রিড গার্লসদের দিন বোধহয় এবার ফুরোল। জানা গিয়েছে, এবার থেকে রেসিং সার্কিটে আর দেখা মিলবে না ওই সুন্দরীদের। তার বদলে এবার গ্রিড কিডস রাখার উদ্যোগ নিচ্ছে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ। ফর্মুলা ওয়ানের কমার্শিয়াল অপারেশনের ডিরেক্টর শন ব্রাচেস জানিয়েছেন, ভবিষ্যতের ফর্মুলা ওয়ান রেসারদেরই তাদের আইডলের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। এতে খুদে রেসাররা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারবে এবং তাদের হিরোদেরও কাছ থেকে দেখার সুযোগ পাবে।

Advertisement

সিন্ধুকে বিদায়, ভারতের মতো ‘গরিব’ দেশ থেকে ব্যবসা গোটাচ্ছে Yonex!

রেস শুরুর আগে গ্রিড গার্লসরা সার্কিটে আলাদা জেল্লা ছড়ান। তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে ফর্মুলা ওয়ানকে অনেক জৌলুস দিয়েছে। কিন্তু অনেক অভিভাবকরা গ্রিড গার্লদের উপস্থিতি ভাল চোখে নেন না। বিশেষ করে টিভির পর্দায় তাঁদের খোলামেলা পোশাক, তাঁদের শরীরী আবেদন, রেসারদের তাঁদের উপর শ্যাম্পেন ঢেলে দেওয়া অশালীন ইঙ্গিত করে বলে মত অধিকাংশ মা-বাবাদের। তবে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ বিষয়টি সেই নজরে দেখতে নারাজ। তাদের বক্তব্য, ভবিষ্যতের রেসারদের আরও উদ্বুদ্ধ করতে এই পদক্ষেপ। বস্তুত, খুদেদের মধ্যে এই গতির লড়াই খুবই জনপ্রিয়। ছোটবেলায় রেসিং কারের মডেল নিয়ে বাড়িতে খেলেনি এমন শিশু খুব কমই খুঁজে পাওয়া যায়। ব্র্যাচেস জানিয়েছেন, আগামী ২৫ মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রি থেকেই গ্রিড গার্লদের দিন ফুরোবে। কর্তৃপক্ষ মনে করছে, এই প্রথা আর ফর্মুলা ওয়ানের সঙ্গে মানানসই নয়। এমনকী ভারতীয় শিল্পপতি বিজয় মালিয়া যিনি কিনা এখন পলাতক, তাঁরও ফর্মুলা ওয়ান সংস্থা রয়েছে। সেই ফোর্স ইন্ডিয়ার জন্যও প্রচুর সুন্দরী মডেলকে গ্রিড গার্ল হিসাবে ফি বছর নিয়োগ করা হয় কিংফিশারের তরফ থেকে। আদৌ এই সিদ্ধান্ত ফর্মুলা ওয়ানের জৌলুস স্লান করবে না আরও স্মার্ট করবে তা সময়ই বলবে।

[জানেন, কেন চতুর্থ ওয়ানডে-তে গোলাপি জার্সি গায়ে খেললেন প্রোটিয়ারা?]

The post আর দেখা যাবে না লাস্যময়ী মডেলদের, ফর্মুলা ওয়ান-এ গ্রিড গার্লদের দিন ফুরোল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার