shono
Advertisement

ODI World Cup 2023: পাক-ম্যাচের জন্য পুরোদস্তুর তৈরি টিম ইন্ডিয়া, সার্টিফিকেট দিচ্ছেন খোদ শচীন

কী বললেন শচীন?
Posted: 05:10 PM Oct 12, 2023Updated: 08:25 PM Oct 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই এবং দিল্লিতে জয় পেয়েছে ভারত। তৃতীয় ম্যাচে ভারতের সামনে পাকিস্তান। ১৪ অক্টোবরের ম্যাচের (ODI World Cup 2023) আগে ভারত ঠিক পথেই রয়েছে বলে মনে করেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকর।
অজিদের বিরুদ্ধে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফর্ম করেন। পরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিং ভারতকে জয় এনে দেয়। দিল্লিতে আফগানিস্তান এক সময়ে দারুণ ব্যাট করছিল। তিনশোর কাছাকাছি রানও করতে পারতেন তারা। কিন্তু তিনশোর আগে থামতে হয় আফগানদের। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা বিধ্বংসী সেঞ্চুরি করেন। ১৫ ওভার আগেই ম্যাচ জিতে নেয় ভারত।

Advertisement

[আরও পড়ুন: মহাযুদ্ধের আগে মৈত্রী! ভিসা জট কেটে ভারতে আসার পথে পাক সাংবাদিকরা]

 

শচীন তেণ্ডুলকর টুইট করেন, ”বুমরাহ এবং রোহিত দুর্দান্ত পারফরম্যান্স করে। বোলিং এবং ব্যাটিং ইউনিট দুজনকে সাহায্যও করেছে। দুটো ম্যাচে দেখা গেল ভিন্ন ভিন্ন খেলোয়াড় অবদান রেখেছে। ১৪ অক্টোবরের ম্যাচের আগে সব ঠিক পথেই এগোচ্ছে। সামনের দিকেই তাকিয়ে রয়েছি।”

আহমেদাবাদে বুধবারই পৌঁছে গিয়েছে পাকিস্তান। অন্যদিকে অনুশীলনে নেমে পড়েলেন ডেঙ্গু আক্রান্ত শুভমান গিল। বৃহস্পতিবার ভরদুপুরে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেন তরুণ ওপেনার। ব্যাটিংয়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ ফিল্ডিংও করতে দেখা গেল তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে কি তিনি নামবেন? সেটা অবশ্য এখনও পরিষ্কার নয়। 

[আরও পড়ুন: রেকর্ড হাতছাড়া হওয়ার পরেও রোহিত স্তুতি, নেটদুনিয়ায় মন জয় করল গেইলের পোস্ট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement