সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে এশিয়া কাপ। পরে বিশ্বকাপ। ক্রিকেটের দুই যজ্ঞে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে।
জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) তৈরি হচ্ছেন বড় মঞ্চের জন্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপ ও বিশ্বকাপেও খেলবেন ভারতের পেস তারকা। বুমরাহর বিরুদ্ধে কীভাবে তৈরি হবেন পাকিস্তানের ব্যাটসম্যানরা?
[আরও পড়ুন: ২৫ বেডরুমের প্রাসাদ, সুইমিং পুল থেকে প্রাইভেট জেট, কন্টিনেন্টাল জিটি! নেইমারকে কী কী সুবিধা দিচ্ছে আল হিলাল?]
প্রশ্নটা পাকিস্তানের ব্যাটার আবদুল্লা শাফিককে (Abdullah Shafique) করেছিলেন এক রিপোর্টার। জিজ্ঞাসা করেছিলেন, ”হ্যারিস, নাসিম, শাহিনের বল নেটে খেলেন আপনারা। প্রতিপক্ষের বোলারদের খেলাটা কি সহজ হয়ে যায়? বিশেষ করে ভারতের বোলিং আক্রমণ। জশপ্রীত বুমরাহ ফিরে আসছেন এশিয়া কাপে। ভারতের বোলিং আক্রমণ নিয়ে আপনার মতামত কী?”
সাংবাদিকের প্রশ্নের উত্তরকে খুব একটা গুরুত্ব দিতে চাননি শফিক। সংশ্লিষ্ট সাংবাদিককে শফিক বলেন, ”আমাদের বোলিং আক্রমণ বেশ ভাল। বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ। শাহিন, হ্যারিস, নাসিমের বল আমরা নেটে খেলে থাকি। ওদের চ্যালেঞ্জিং স্পেলের মোকাবিলা করে থাকি। ওদের নেটে খেলে আমরা প্রস্ততি নিই। আমরা প্রতিপক্ষের জন্য প্রস্তুত হই। ওদের বিরুদ্ধে ভাল খেলতে পারলে প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে আত্মবিশ্বাস বেড়ে যায়।”