shono
Advertisement
Mayank Yadav

'আফ্রিদি-রউফের ভিডিও দেখানো হচ্ছে ময়ঙ্ককে', হাস্যকর দাবি করে ট্রোলিংয়ের মুখে পাক সাংবাদিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি করা হচ্ছে লখনউয়ের স্পিডস্টারকে, দাবি পাক সাংবাদিকের।
Posted: 12:51 PM Apr 05, 2024Updated: 01:01 PM Apr 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের ময়ঙ্ক যাদব (Mayank Yadav) গতির ঝড় তুলে দিয়েছেন আইপিএলে। এবারের টুর্নামেন্টে ময়ঙ্কই আবিষ্কার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৫.৮ কিমি বেগে বল করে তাক লাগিয়ে দিয়েছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫৬.৭ কিমি বেগে বল করে ফের শিরোনামে। ময়ঙ্কের এই দারুণ গতিতে বল করতে দেখে পাকিস্তানের এক রিপোর্টার ফরিদ খান (Farid Khan) দাবি করেছেন, ময়ঙ্ক যাদবকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ময়ঙ্ককে হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহের ভিডিও দেখাচ্ছে। তাঁর এহেন মন্তব্যের পরে সোশাল মিডিয়া ব্যাপক ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছেন পাক সাংবাদিক। 

Advertisement

[আরও পড়ুন: এখনই যুদ্ধ বন্ধ করুন, নাহলে অবস্থান পালটাবে আমেরিকা, ‘বন্ধু’ নেতানিয়াহুকে হুঁশিয়ারি বাইডেনের


সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় ফরিদ খান বলেছেন, ''আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, ময়ঙ্ক যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। আমার পোস্টের স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন। ভারত ময়ঙ্ককে তৈরি করছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হ্যারিস রউফের স্পেলটা দেখানো হচ্ছে ময়ঙ্ককে। নাসিম শাহ, শাহিন আফ্রিদির ভিডিও দেখিয়ে ময়ঙ্ককে তৈরি করা হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন বোলিং কোচ মর্নি মর্কেল এখন লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ। মর্কেল তৈরি করছেন ময়ঙ্ককে।''
ফরিদ খানের এহেন মন্তব্যের পরে সোশাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের মুখে পড়েছেন ফরিদ। কেউ লিখেছেন, ''বিসিসিআই হ্যারিস রউফের বোলিং ভিডিও দেখাচ্ছে কেন? বল যাতে করতে না হয়, সেটাই দেখাচ্ছে কি?''
আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''ফ্রি টাইমে ময়ঙ্ককে রাউফ, নাসিম আর সোফার ভিডিও দেখানো হয়। আমাদের প্রতিভাধর বোলারের তো বিনোদনেরও দরকার রয়েছে। সেই কারণেই কার্টুন দেখানো হয়।''

 

[আরও পড়ুন: কে বলল দূরত্ব বাড়ছে রোহিত আর হার্দিকের! আলিঙ্গন দুই তারকার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লখনউ সুপার জায়ান্টসের ময়ঙ্ক যাদব (Mayank Yadav) গতির ঝড় তুলে দিয়েছেন আইপিএলে।
  • এবারের টুর্নামেন্টে ময়ঙ্কই আবিষ্কার।
  • পাঞ্জাব-বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘণ্টায় দেড়শো কিমির বেগে বল করে তাক লাগিয়ে দিয়েছেন ময়ঙ্ক।
Advertisement