দুলাল দে: প্রথম ম্যাচে জয় এসেছে। পেনাল্টি থেকে এলেও গোল পেয়েছেন রোনাল্ডো (Christiano Ronaldo)। ফলে সোমবার উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে যখন পর্তুগাল (Portugal) শিবিরে সব কিছু ঠিকঠাক, তখনই সবচেয়ে বড় দুঃসংবাদটা এল রোনাল্ডোদের দলে। চোটের জন্য খেলতে পারবেন না নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার-দানিলো পেরারা। যিনি আবার কি না ডিফেন্সেও খেলতে পারেন। আর এই দুঃসংবাদে উরুগুয়ে ম্যাচে আগে সত্যিই বেশ খারাপ অবস্থা রোনাল্ডোদের। তবে কোচ ফের্নান্দো স্যান্টোস চেষ্টা করছেন, ৩৯ বছর বয়সী পেপেকে দ্রুত দানিলোর জায়গায় ফিট করতে। তবে অভিজ্ঞতা থাকলেও ৩৯ বছরের পেপের পক্ষে দানিলোর জায়গা কতটা নেওয়া সম্ভব, তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ পর্তুগাল দলেই।
বিশ্বকাপের (Qatar World Cup) প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে খেলার সময় অবশ্য চোট লাগেনি দানিলোর। কিন্তু শনিবার নিজেদের মধ্যে প্র্যাকটিস করার সময়েই চোটটা লাগে পর্তুগিজ মিডফিল্ডারের। আর এদিন জানা গেল, চোটের যা অবস্থা, তাতে বেশ কয়েকটা ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে কতগুলি ম্যাচ, তা নিশ্চিত করে এদিন বলতে পারেননি রোনাল্ডোদের কোচ স্যান্টোস। এদিন শুধু বলেন, ‘‘চোট নিয়ে কান্নাকাটি করে তো আর লাভ নেই। বাস্তবকে স্বীকার করে নেওয়াই ভাল। দানিলোকে বেশ কয়েকটি ম্যাচে পাব না আমরা।’’ প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে জিতে গ্রুপে অবশ্য ভাল অবস্থায় রয়েছে পর্তুগাল। কিন্তু পরের রাউন্ডে যেতে হলে শুধু ঘানার ম্যাচ জিতলেই হবে না। উরুগুয়ে ম্যাচ থেকেও পয়েন্ট সংগ্রহ করতে হবে। উরুগুয়ে ম্যাচকে সামনে রেখে যখন পুরো দলটা তৈরি হচ্ছে, ঠিক তখনই অঘটন ঘটল।
[আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে অনবদ্য লড়াই, স্পেনের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপে টিকে রইল জার্মানরা]
উরুগুয়ে ম্যাচের আগে রোনাল্ডো অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি। নিজেকে গুটিয়েই রেখেছেন। তবে দানিলোর চোটের প্রভাব যাতে দলের উপর না পড়ে, তার দিকে সতর্ক নজর পর্তুগাল কোচের। এদিন পর্তুগাল কোচ বলছিলেন, ‘‘প্রতিপক্ষ হিসেবে উরুগুয়ে গ্রুপের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন। চোট-আঘাত খেলারই অঙ্গ। এসব নিয়ে ভাবা মানে পিছনের দিকে তাকানো। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে।’’
যে দলে রোনাল্ডোর মতো তারকা রয়েছেন, সেই দলের প্রতি প্রতিপক্ষ দলের কোচের ভাবনাও যে অন্যরকম হবে বলাই বাহুল্য। স্যান্টোস বললেন, ‘‘রোনাল্ডো জানে, ম্যাচে ওকে কী করতে হবে। তবে আমাদের দলে সবাই প্রস্তুত। শুধু রোনাল্ডোকে ভেবে আমরা পরিকল্পনা করছি না। রোনাল্ডো থাকা মানে অবশ্যই বিশাল প্রাপ্তি। কিন্তু দলের অন্যরাও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।’’রাতের দিকে আবার রোনাল্ডো স্বয়ং ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখলেন, ‘ঐক্যবদ্ধ ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই।’
সোমবার রোনাল্ডোদের প্রতিপক্ষ যারা, সেই উরুগুয়ের অবস্থা দারুণ কিছু নয়। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিরায় কাছে আটকে গিয়েছে উরুগুয়ে। দল নির্বাচন আর পরিবর্ত নামানো নিয়ে কোচের সমালোচনাও হচ্ছে। কিন্তু লা সেলেস্তের কোচ দিয়েগো আলন্সো সেসব নিয়ে ভাবতে নারাজ। বলেছেন, “এই দলে কেউই অপরিহার্য না। অন্তত দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে কোনও ফুটবলারকে দেখে আমার সেটা মনে হয়নি। আমার আমলে প্রতিটি ম্যাচে দল উন্নতি করেছে।’’দেখার এখন, ফুটবল দেবতা জয়তিলক এঁকে দেন কার কপালে? সুয়ারেজ? নাকি রোনাল্ডো?