shono
Advertisement
Gautam Gambhir

গম্ভীরের 'বকা' খেয়ে 'মন খারাপ' মর্কেলের! ঘনিষ্ঠ বৃত্তেও আস্থা হারাচ্ছেন ভারতের কোচ?

অস্ট্রেলিয়ায় কী করেছিলেন ভারতের বোলিং কোচ মর্কেল?
Published By: Arpan DasPosted: 04:45 PM Jan 15, 2025Updated: 04:45 PM Jan 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার অন্দরমহলে সব ঠিকঠাক আছে তো? অজি সফরে হারার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই। দলের ভিতরে গম্ভীরের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সমস্যা চলছে, এমন খবরও এসেছে। তার সমাধান খুঁজতে নাজেহাল বোর্ড। আর শুধু ক্রিকেটাররা নন, গম্ভীরের তোপের মুখে পড়েছিলেন খোদ বোলিং কোচ মর্নি মর্কেলও।

Advertisement

ভারতের বোলিং কোচকে একপ্রকার নিজেই ডেকে এনেছিলেন গম্ভীর। প্রথমদিকে বিদেশি কোচ নিয়ে বোর্ড আপত্তি জানালেও পরে মেনে নেয়। বাংলাদেশ সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন মর্কেল। যদিও গম্ভীরের 'শাসন'-এর হাত থেকে রেহাই পেলেন না প্রাক্তন প্রোটিয়া বোলারও। গম্ভীর রীতিমতো তিরস্কার করেছেন বলেই খবর।

ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়ায়। যেখান থেকে একরাশ হতাশা নিয়ে ফিরেছে টিম ইন্ডিয়া। অবশ্য মর্কেলই দায়ী গোটা ঘটনার জন্য। ব্যক্তিগত মিটিংয়ের জন্য ট্রেনিংয়ে ভারতের বোলিং কোচ দেরি করে পৌঁছন। আর তাতেই গম্ভীরের তিরস্কারের সামনে পড়তে হয় মর্কেলকে। বিসিসিআইয়ের একটি সূত্রের মতে, "নিয়মশৃঙ্খলা নিয়ে গম্ভীর খুবই কড়া। দেরি করে পৌঁছনোয় মাঠের মধ্যেই মর্কেলকে তিরস্কার করেন গম্ভীর। বোর্ড জানতে পেরেছে, এরপর মর্কেলও কিছুটা চুপচাপ হয়ে যান। এবার বাকিটা দুজনের মধ্যে, ওঁরা কীভাবে ব্যাপারটা সামলাবেন।"

ফলে অস্ট্রেলিয়া থেকে শুরু ১-৩ ব্যবধানে হার নিয়ে ফেরেননি গম্ভীর। অনেক দুশ্চিন্তা নিয়েও ফিরেছেন। ইতিমধ্যেই আতস কাচের তলায় তাঁর পারফরম্যান্স। গম্ভীর যে একটা উদাহরণ তৈরি করতে চেয়েছেন তাতে কোনও সংশয় নেই। কিন্তু এর মধ্যে ঘনিষ্ঠ বৃত্ত যদি অসন্তুষ্ট হয়ে পড়ে, তাহলে আরও সমস্যায় পড়বেন তিনি। এমনিতে সাপোর্ট স্টাফদের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এমনকী তাঁদের চুক্তি সর্বোচ্চ তিন বছরের বেশি হবে না বলেই জানা গিয়েছে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে দুজনের সমস্যা যাতে প্রভাব না ফেলে, সেরকমই আশা করছেন ক্রিকেটভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অজি সফরে হারার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই। দলের ভিতরে গম্ভীরের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সমস্যা চলছে, এমন খবরও এসেছে।
  • তার সমাধান খুঁজতে নাজেহাল বোর্ড।
  • আর শুধু ক্রিকেটাররা নন, গম্ভীরের তোপের মুখে পড়েছিলেন খোদ বোলিং কোচ মর্নি মর্কেলও।
Advertisement