সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে মহারণে মিতালিরা। সারা দেশ তাঁদের জয় কামনা করছে। কায়মনোবাক্যে প্রার্থনা করছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে ২০০৩-এর বিশ্বকাপ থেকে যেভাবে খালি হাতে ফিরতে হয়েছিল, সেভাবে যেন ফিরতে না হয় মিতালি রাজদের। এর মধ্যেই চরম অশালীন ইঙ্গিত করে বসলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।
[ ফাইনালের বড় মঞ্চে ঝলসে উঠলেন বাংলার ঝুলন ]
কী বললেন তিনি? লর্ডস বললেই ভারতীয়দের স্মৃতিতে অবধারিতভাবে ভেসে ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। সেই ন্যাটওয়েস্ট ট্রফি। সেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেওয়া। আর মহারাজকীয় কায়দায় জার্সি খুলে সৌরভের ইংরেজ ক্রিকেটারকে জবাব দেওয়ার সে অভিব্যক্ত- এসবই লর্ডসের অনুষঙ্গে ফিরে ফিরে আসে। বলা বাহুল্য, ভারতীয় ক্রিকেটে এ অত্যন্ত শ্লাঘার স্মৃতি। আজ যখন লর্ডসে লড়াই করছেন মিতালি-ঝুলনরা তখন অনেকের স্মৃতিতেই ফিরেছে সে কথা। কিন্তু মিতালিদের থেকে অন্তত এ ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না কেউ। হ্যাঁ, জয় সকলেই চান, কিন্তু তা বলে খালি গায়ে জার্সি ওড়ানো? সৌজন্যের খাতিরেই এ প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গিয়েছেন সকলে। কিন্তু কোনও সৌজন্যেরই ধার ধারলেন না অভিনেতা ঋষি কাপুর। সৌরভের সেদিনের জার্সি ওড়ানোর ছবি দিয়ে তাঁর স্পষ্ট দাবি, এই কাজের পুনরাবৃত্তি হোক।
তবে কি শুধু মিতালিদের জয় চেয়েছেন তিনি? নেটিজেনরা কিন্তু অন্তত তা মনে করছেন না। ক্ষুব্ধ টুইটার ব্যবহারকারীরা জানাচ্ছেন, বিতর্ক তৈরি করা একরকম অসুখে পরিণত হয়েছে এই বর্ষীয়ান অভিনেতার। এ রোগ থেকে তিনি যেন খুব শিগগিরি মুক্তি পান।
The post মিতালিকে নিয়ে ‘অশালীন’ টুইট ঋষির, তোলপাড় নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.