সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টেস্ট দলে ডাক পেলেন রোহিত শর্মা। বৃহস্পতিবার অ্যাডিলেডে শুরু হতে চলা প্রথম টেস্টে ১২ জনের দল ঘোষণা করল বিসিসিআই। আর সেখানেই ঠাঁই হয়েছে ভারতীয় দলের রো-হিটম্যানের।
প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দল থেকে ছিটকে যেতে হয়েছিল দুরন্ত ছন্দে থাকা পৃথ্বী শ’কে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রথম টেস্টে কোনওভাবেই খেলতে পারবেন না তিনি। শারীরিক পরিস্থিতি দেখে পরের ম্যাচে তাঁকে নেওয়া যায় কিনা, তা ঠিক হবে। তবে কোচ রবি শাস্ত্রী এদিন জানান, দ্রুত সুস্থ হয়ে উঠছেন তরুণ ক্রিকেটার। সম্ভবত তৃতীয় টেস্টে ফিরবেন তিনি। পৃথ্বী বাদ পড়ার পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। পৃথ্বীর পরিবর্ত হিসেবে দলে কাকে দেখা যাবে, তা নিয়েই চলছিল হাজারো আলোচনা। বুধবার প্রথম ১২ জনের দল ঘোষণার পর সে ছবি অনেকটাই পরিষ্কার হল।
[লাল-হলুদ অন্তপ্রাণ উষশ্রীর স্মৃতিতে ডার্বি হোক শান্তিপূর্ণ, আরজি বাগান সমর্থকের]
চলতি বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রোহিতের পারফরম্যান্স হতাশ করেছিল। তারপর থেকেই পাঁচদিনের ক্রিকেটে দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের শিঁকে ছিঁড়েছে তারকা ব্যাটসম্যানের। এবার দেখার প্রথম একাদশে রোহিত জায়গা পান কিনা। সেক্ষেত্রে মুরলী বিজয় কিংবা লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং করতেও দেখা যেতে পারে মুম্বইকরকে। অথবা তাঁকে ছ’নম্বরেও খেলাতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। এদিকে, দলে মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং জশপ্রিত বুমরাহ থাকায় জায়গা পেলেন না পেসার ভুবনেশ্বর কুমার। ভারতের প্রাক্তন তারকা জাহির খান আবার ইশান্তের পরিবর্তে উমেশ যাদবের পক্ষে সুর চড়িয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট দলে অভিজ্ঞ খেলোয়াড় নিতেই বেশি আগ্রহী। রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি পার্ট-টাইম স্পিনার হিসেবে দেখা যেতে পারে হনুমা বিহারীকে।
টেস্টে বল গড়ানোর আগেই জানা গিয়েছে, ভারতীয় দলকে স্বাগত জানাতে তৈরি অ্যাডিলেডের সবুজ পিচ। তবে এমন উইকেটে দুই দলের বোলাররাই উপকৃত হবেন বলে মনে করছে ক্রিকেট মহল। তাই প্রথম একাদশে রোহিত শর্মা খেলেন কিনা সেদিকে যেমন নজর থাকবে, তেমনই শামি-ইশান্তরা কতটা সফল হন, তা দেখতেও উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা। একনজরে দেখে নিন ঘোষিত প্রথম ১২ জনের ভারতীয় দল।
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মুরলী বিজয়, রোহিত শর্মা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও জশপ্রিত বুমরাহ।
The post টেস্ট দলে ফের ডাক পেলেন রোহিত, অ্যাডিলেডে প্রথম ১২-য় নেই ভুবি appeared first on Sangbad Pratidin.