shono
Advertisement

ইন্দোনেশিয়ার তারকাকে হারিয়ে তাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন প্রণীত

ব্যাংককে এদিনের ম্যাচে দারুণ কিছু টুইস্ট চোখে পড়ল৷ The post ইন্দোনেশিয়ার তারকাকে হারিয়ে তাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন প্রণীত appeared first on Sangbad Pratidin.
Posted: 07:20 PM Jun 04, 2017Updated: 01:50 PM Jun 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ চারেই খেতাব জযের স্বপ্নভঙ্গ হয়েছিল৷ তাইল্যান্ড ওপেনে হোম ফেভরিটের কাছে স্ট্রেট গেমে হেরে বিদায় নিয়েছিলেন সাইনা নেহওয়াল৷ শনিবার তাঁর ছিটকে যাওয়ার পর একজন ভারতীয় শাটলারই ট্রফি জয়ের দৌড়ে নিজেকে টিকিয়ে রেখেছিলেন৷ আর রবিবার এক্কেবারে সেরার শিরোপা জিতেই টুর্নামেন্ট শেষ করলেন বি সাই প্রণীত৷

Advertisement

চলতি মরশুমটা বেশ ভালই কাটছে প্রণীতের৷ এপ্রিলেই কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে সিঙ্গাপুর ওপেন গ্রাঁ প্রি জেতেন তিনি৷ সেটিই ছিল তাঁর ব্যাডমিন্টন কেরিয়ারের প্রথম গ্রাঁ প্রি খেতাব৷ তবে রবিবার ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে জয়টা মোটেই সহজ ছিল না৷ পুরুষ সিঙ্গলসের ফাইনালে এক ঘণ্টা ১১ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রি ট্রফি ঘরে তোলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই৷ প্রণীতের পক্ষে ম্যাচের ফল ১৭-২১, ২১-১৮, ২১-১৯৷ ব্যাংককে এদিনের ম্যাচে দারুণ কিছু টুইস্ট চোখে পড়ল৷ প্রথম গেমে ১৬-১৪ ব্যবধানে এগিয়ে ছিলেন প্রণীতই৷ কিন্তু তারপর খেলা ঘুরে যায় চতুর্থ বাছাই জোনাথনের দিকে৷ প্রথম গেম জিতে নেন তিনি৷ দ্বিতীয় গেমও ছিল বেশ মজাদার৷ গেমে ৯-৩ স্কোরে এগিয়ে তখন আত্মবিশ্বাসের তুঙ্গে প্রণীত৷ কিন্তু ঠিক তারপরই পর পর ছ’টি পয়েন্ট পকেটে পুরে সমতায় ফেরেন জোনাথন৷ তাতে অবশ্য জয়ের জেদ আরও বেড়ে যায় ২৪ বছরের ভারতীয় তারকার৷ তিনটি মূল্যবান পয়েন্ট তুলে নিয়ে গেম জেতেন তিনি৷ তৃতীয় তথা শেষ গেমে ১৯-১৯-এ পৌঁছে গিয়েছিলেন দুই শাটলার৷ তবে শেষমেশ বাজিমাত করেন প্রণীত৷

[‘সীমান্তেও পাকিস্তান হেরেছে, ক্রিকেটেও ধরাশায়ী হবে’]

এর আগে শনিবার সেমিফাইনালে ঘরের ছেলে পান্নাওয়িত থোংনুয়ামকে ২১-১১, ২১-১৫ স্ট্রেট গেমে উড়িয়ে ফাইনালে পৌঁছেছিলেন প্রণীত৷ তবে সেদিনই তাইল্যান্ডের বুসানানের কাছে ১৯-২১, ১৮-২১ গেমে পরাস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা৷ ৫৩ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হন হায়দরাবাদি শাটলার৷

The post ইন্দোনেশিয়ার তারকাকে হারিয়ে তাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন প্রণীত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement