সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ ক্রিকেট৷” শচীন তেণ্ডুলকরকে অনেকে এভাবেই ব্যাখ্যা করে থাকেন৷ কারণ ক্রিকেটের পাশাপাশি টেবিল-টেনিস, গল্ফেও তিনি বেশ সাবলীল৷ বাইশ গজে নানা রেকর্ডের মালিক হলেও মাস্টার ব্লাস্টার একটি বিষয়ে কিন্তু বেশ কাঁচা ছিলেন৷ কী জানেন? ক্রিকেট ঈশ্বরের সেই দিকটিই তুলে ধরলেন সঞ্জয় মঞ্জরেকর৷
[এবার কোহলিকে ট্রাম্পের সঙ্গে তুলনা অজি মিডিয়ার]
মঙ্গলবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার৷ সেপিয়া এফেক্টের ছবিটি নয়ের দশকের৷ ছবিতে আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বৈদ্যর পাশে দাঁড়িয়ে আছেন সঞ্জয়৷ তাহলে শচীন প্রসঙ্গ এল কীভাবে? সঞ্জয় টুইট করে জানালেন, ক্যামেরার পিছনে ছিলেন শচীন৷ অর্থাৎ তিনিই ছবিটি তুলেছিলেন৷ কিন্তু দু’জনকে ছবিটির ঠিক মাঝখানে দেখা যাচ্ছে না৷ একদিকে বেশি সরে গিয়েছেন৷ আর তাই সঞ্জয় মজা করে বলেছেন, “শচীনের ক্যামেরার হাত খুব একটা দক্ষ নয়৷ ওঁর হাতে ব্যাটই বেশি মানায়৷”
তবে অবসরের পর শচীনের ছবি তোলার দক্ষতা নিয়ে কিন্তু মোটেই প্রশ্ন তোলা যাবে না৷ কারণ মাঝেমধ্যেই মাস্টার ব্লাস্টারকে সোশ্যাল মিডিয়ায় ছবি ও সেলফি পোস্ট করতে দেখা যায়৷ আর সেগুলি কিন্তু একেবারেই কাঁচা হাতের কাজ বলে মনে হয় না৷ শচীনের ভক্তরা অন্তত এভাবেই তাঁর পাশে দাঁড়াচ্ছেন৷ এবার লিটল মাস্টার তাঁর এককালের সতীর্থর ঠাট্টার কী উত্তর দেন, সেটাই দেখার৷