shono
Advertisement

আইসিসি বিশ্বকাপের প্রোমোয় নেই পাক অধিনায়ক বাবর! ক্ষোভে ফুঁসছেন শোয়েব আখতার

তাঁর অভিযোগ, বিশ্বজয়ী পাকিস্তান দল এবং বর্তমান অধিনায়ককে দেখা যায়নি ২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটিতে।
Posted: 03:45 PM Jul 23, 2023Updated: 03:45 PM Jul 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর ভারতের মাটিতে বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। আর ক্রিকেটপ্রেমীদের সেই উন্মাদনা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছিল বিশ্বকাপের (ICC World Cup 2023) অফিশিয়াল প্রোমো ভিডিওটি। কিন্তু সে ভিডিও একেবারেই পছন্দ হয়নি শোয়েব আখতারের। আইসিসি-কে রীতিমতো একহাত নিয়েছে প্রাক্তন পাক পেসার।

Advertisement

টুর্নামেন্ট শুরুর ৭৭ দিন আগে প্রকাশ্যে এসেছে বিশ্বকাপের স্পেশ্যাল প্রোমো। যেখানে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ আর ভালবাসার কথা শোনা গিয়েছে খোদ শাহরুখের গলায়। ভারত থেকে নিউজিল্য়ান্ড, শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ড- বিশ্বকাপ ইতিহাসের নানা সোনালি মুহূর্ত ফুটে উঠেছে ভিডিওতে। বাদ পড়েনি ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির ছক্কা হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন করার সেই দৃশ্যটিও। সবশেষে স্ক্রিনে ভেসে উঠেছে কিং খানের মুখ। সবমিলিয়ে এই প্রোমো শিরোনামে উঠে এলেও তা শোয়েব আখতারের মুখে হাসি ফোটাতে পারেনি। তাঁর অভিযোগ, বিশ্বজয়ী পাকিস্তান দল এবং বর্তমান অধিনায়ক বাবর আজমকে দেখা যায়নি ২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটিতে। যা তাঁদের কাছে বেশ অপমানজনক। আর সেই কারণেই আইসিসি’র উপর ক্ষোভ উগরে দিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

[আরও পড়ুন: অনলাইন জুয়ার ফাঁদ! ৫ কোটি জিতে ৫৮ কোটি খোয়ালেন ব্যবসায়ী, পলাতক প্রতারক]

পাকিস্তান দলের ব্যাটার ওয়াহাব রিয়াজ এবং তারকা পেসার শাহিন আফ্রিদিকে ভিডিওতে দেখা গিয়েছে ঠিকই, কিন্তু বাদ পড়েছেন পাক ক্যাপ্টেন বাবর আজম। এমনকী ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের ঐতিহাসিকক জয়ের মুহূর্তও নেই ভিডিওতে। টুইট করে তাই আইসিসি’কে আক্রমণ করেছেন শোয়েব (Shoaib Akhtar)। তিনি লিখেছেন, “যারা মনে করছে পাকিস্তান আর বাবর আজমের উপস্থিতি ছাড়াও বিশ্বকাপের প্রোমো সুন্দর হয়েছে, আসলে তারা নিজেদেরই মূর্খ প্রমাণ করেছে। সময় এসেছে, এবার বড় হতে হবে।” যদিও এনিয়ে এখনও আইসিসির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর শুরু বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর তার আগেই টুর্নামেন্ট ঘিরে মাঠের বাইরের আঁকচা-আঁকচি যেন শুরু হয়ে গেল।

[আরও পড়ুন: আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় বিরাট শাস্তি, দু’বছর ‘নজরবন্দি’ হরমনপ্রীত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement