shono
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে ক্যাপ্টেন করা কি সঠিক সিদ্ধান্ত? জবাব দিলেন সৌরভ

কী বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক?
Posted: 06:51 PM Feb 20, 2024Updated: 07:43 PM Feb 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করেন, হিটম্যানকে নেতা হিসেবে নির্বাচিত করাটা সঠিক সিদ্ধান্ত।

Advertisement

দীর্ঘদিন পরে টি-টোয়েন্টি ফরম্যাটে নামেন রোহিত। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল রোহিতের ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি একটি সংবাদপত্রকে বলেছেন, ”টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাই সঠিক সিদ্ধান্ত। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রোহিত যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং টানা ১০টি ম্যাচ জিতেছে সেই স্মৃতি এখনও টাটকা আমাদের মনে। সেই কারণেই রোহিত সঠিক পছন্দ।” 

[আরও পড়ুন: কাঁদিয়েছিলেন মারাদোনাকেও, প্রয়াত নব্বই বিশ্বকাপের জার্মান নায়ক

বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে দিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতই দলকে নেতৃত্ব দেবেন। রাজকোটে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ম্যাচের আগে আত্মবিশ্বাসী জয় শাহ ঘোষণা করেছিলেন, রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে মাটিতে বিশ্বকাপ হাতে তুলবে ভারত। জয় শাহ বলেছিলেন, ”২০২৩ সালের বিশ্বকাপ আমরা হেরে যেতে পারি। কিন্তু ধারাবাহিক ভাবে দশটি ম্যাচ জিতে আমরা হৃদয় জিতে নিয়েছিলাম। আমি নিশ্চিত রোহিতের নেতৃত্বে ভারত বারবাডোজে বিশ্বকাপ জিতবে।” উল্লেখ্য, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। তার পরে আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামেন রোহিত।

[আরও পড়ুন: ‘গম্ভীরের সঙ্গে ঝামেলা করে বড় ক্ষতি হয়েছে!’, বিদায়বেলায় অকপট মনোজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement