সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। এর পরেই থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের খেলা। সেই ম্যাচের গুরুত্ব ভালোই জানেন সুনীল। সেই কারণেই বুট জোড়া তুলে রাখার ভাবনা নেই তাঁর। বরং আগামী দিনের জন্য লক্ষ্যটা স্থির করে ফেলছেন বহু যুদ্ধের সৈনিক সুনীল ছেত্রী।
অ্যাওয়ে ম্যাচে কুয়েতকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা পর্বে দারুণ শুরু করেছে ভারতীয় দল। এদিকে ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে একটি সংবাদমাধ্যমকে সুনীল ছেত্রী বলেছেন, ”বিশ্বকাপের যোগ্যতা পর্বে আফগানিস্তান, কুয়েত এবং কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আমাদের। ওই ম্যাচগুলোয় আমি খেলব।”
[আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের আগেই বড় ধাক্কা, ভারতের বিরুদ্ধে এই তারকাকে পাচ্ছে না আফগানিস্তান]
এএফসি এশিয়ান কাপের গ্রুপে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া। নিঃসন্দেহে কঠিন গ্রুপে রয়েছে ভারতীয় দল। সুনীল ছেত্রী নিজের ভবিষ্যৎ সম্পর্কে বলছেন, ”২০২৬ বিশ্বকাপের যোগ্যতা পর্বে যদি না খেলতাম আমরা, তাহলে এটাই (এশিয়ান কাপ) হয়তো আমার শেষ টুর্নামেন্ট হত। তবে আমার কেরিয়ারে প্রথমবার তৃতীয় রাউন্ডে পৌঁছনোর সুযোগ থাকছে। আমি নিজের বা দলের উপরে চাপ প্রয়োগ করতে চাইছি না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত গ্রহণ করলে তা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তৃতীয় রাউন্ডে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই মুহূর্তে দলের আমাকে দরকার।”
এশিয়ান কাপে ভারতের সম্ভাবনা প্রসঙ্গে সুনীল বলেছেন, ”এশিয়ান কাপে ভালো ফলাফল করতে হবে। তিনটি শক্তিশালী দলের বিরুদ্ধে আমাদের খেলা রয়েছে। সিরিয়া ভালো দল কিন্তু উজবেকিস্তান ও অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী দল। নিজেদের যাচাই করার দারুণ সুযোগ আমাদের সামনে।”